বাংলায় করোনা-টেস্ট ১০ লক্ষের গোড়ায়
বাংলায় কিছুতেই বাগে আনা যাচ্ছে না করোনাভাইরাসকে। প্রতিদিনই আক্রান্ত এবং মৃতের সংখ্যা ঝড়ের গতিতে বাড়ছে। সেই ধারা অব্যাহত রইল মঙ্গলবারও। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, এ দিন সকাল ৯টা পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রেকর্ড সংখ্যক ব্যক্তির সংক্রমিত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৭৫২ জন। যার ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮০,৯৮৪। তবে, একইসঙ্গে বাড়ছে সুস্থতার হারও। এদিনও করোনা জয় করে উঠেছেন ২০৬৬ জন। যার জেরে রাজ্যে এই মুহূর্তে অ্যাকটিভ রোগীর সংখ্যা মাত্র ২২,৩১৫। তবে চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৫৪ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৭৮৫।
তবে আক্রান্তের সংখ্যা যে বাড়বে, তা মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরাও। তাঁদের পরামর্শ মতোই টেস্টের সংখ্যাও ব্যাপক হারে বাড়ছে। ৫৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় মোট ২২ হাজার ৩২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলে এখনও পর্যন্ত মোট ৯ লক্ষ ৭৮ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষা করা হল বাংলায়। প্রতি ১০ লক্ষ জনসংখ্যা অনুপাতে সংখ্যাটা দাঁড়িয়েছে ১০ হাজার ৮৭৮ জন। এর মধ্যে উল্লেখযোগ্য হল পজিটিভের ঘটনা। সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮.২৭ শতাংশ। পশ্চিমবঙ্গে ইতোমধ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে সরকারের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ফলে টেস্টে পজিটিভ রিপোর্ট বৃদ্ধি পাওয়া স্বাভাবিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে, রাজ্যের মধ্যে কলকাতা নিয়ে রীতিমতো আতঙ্ক তৈরী হওয়ার মতো পরিস্থিতি দেখা দিচ্ছে। এখনও পর্যন্ত কলকাতায় ২৪ হাজার ৫৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে আক্রান্ত হয়েছে ৭১৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬ হাজার ৯৬৬ জন। ৬ হাজার ৭৩৬ জনের চিকিৎসা চলছে। শুধু কলকাতাতেই করোনায় প্রাণ দিয়েছে ৮৩৫ জনের। গত ২৪ ঘণ্টায় প্রাণ গিয়েছে ১৫ জনের।
এদিকে, আক্রান্ত এবং মৃতের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। এই জেলায় এখনও পর্যন্ত ১৭ হাজার ৪৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪০৩ জন। পরিস্থিতি আশঙ্কাজনক হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, হগলীরও। হাওড়ায় মোট আক্রান্তের সংখ্যা ৮,৬৩২ জন। প্রাণ হারিয়েছেন ২২১ জন। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ৫৮৬২ জন মানুষ, মৃত্যু হয়েছে ১০০ জনের। হুগলীতেও হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। সেখানে আক্রান্তের সংখ্যা ৩,৭৯৩ জন। মারা গিয়েছেন ৬৫ জন।