বিনোদন বিভাগে ফিরে যান

সুুশান্তের মৃত্যুর সিবিআই তদন্ত করা হবে, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

August 5, 2020 | < 1 min read

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে বিহার সরকারের আবেদনকে মান্যতা কেন্দ্র সরকারের। সিবিআই তদন্ত করা হবে, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র ।  এদিন রিয়া চক্রবর্তীর পিটিশনের শুনানি চলাকালীন দেশের সর্বোচ্চ আদালতে কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের কথা জানান সলিসিটার জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, বিহার সরকার কেন্দ্রের কাছে যে সুপারিশ পাঠিয়েছে সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। 

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে সিবিআই তদন্তের আর কোনও বাধা থাকল না। যদিও কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে এখনও মহারাষ্ট্র সরকার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাতে পারে, তবে এখনও এই ব্যাপারে কোনওরকম মন্তব্য মেলেনি উদ্ধব ঠাকরে সরকারের তরফে। 

সুশান্তের মৃত্যুর তদন্তের অধিকার নেই পাটনা পুলিশের। সুশান্তের পরিবার প্রভাব খাটিয়ে রিয়াকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে এই মামলায় এই সব দাবি জানিয়ে গত ২৯শে জুন সুপ্রিম কোর্টে রিয়ার হতে পিটিশন দায়ের করেছিলেন আইনজীবী সতীশ মানেসিন্ধে। পাল্টা ক্যাভিয়েট দাখিল করা হয় সুশান্তের পরিবার ও বিহার সরকারের তরফে। মামলা তদন্তে মুম্বই পুলিশের হাতে রাখতে ক্যাভিয়েট দায়ের করে উদ্ধব ঠাকরে সরকারও। সেই আবেদনের শুনানি চলছে সুপ্রিম কোর্টে।  সর্বোচ্চ আলাদত ইতিমধ্যেই জানিয়েছে, ‘দুর্ভাগ্যপূর্ণ পরিস্থিতিতে মৃত্যু হয়েছে সুশান্ত সিং রাজপুতের’।

বুধবার সুপ্রিম কোর্টে শুনানির ২৪ ঘন্টা আগেই সুশান্তের বাবা কেকে সিংয়ের আর্জি মেনে এই মামলার তদন্তে সিবিআইকে দেওয়ার সুপারিশ জানান বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সেই আবেদনে শিলমোহর দেন বিহারের রাজ্যপালও। সুশান্তের মৃত্যুর প্রথম ও একমাত্র এফআইআর দায়ের হয়েছে পাটনা পুলিশের কাছে,তাই বিহার সরকারে কাছে পূর্ণ ক্ষমতা ছিল সেই আবেদন কেন্দ্রের কাছে পাঠানোর। আর সেই আবেদনে মঞ্জুরি দিয়ে দিল কেন্দ্র সরকার। 

TwitterFacebookWhatsAppEmailShare

#CBI, #supreme court, #sushant singh rajput, #sushant death case

আরো দেখুন