AFC কাপে ওড়িশাকে ৪-০ গোলে উড়িয়ে দুরন্ত জয় সবুজ মেরুন ব্রিগেডের

আজ  কলিঙ্গ স্টেডিয়ামে  ওডিশার বিরুদ্ধে ৪-০ গোলে জিতে AFC কাপ অভিযান শুরু করল সবুজ মেরুন ব্রিগেড

September 19, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি:  আজ কলিঙ্গ স্টেডিয়ামে  ওড়িশার বিরুদ্ধে ৪-০ গোলে জিতে AFC কাপ অভিযান শুরু করল সবুজ মেরুন ব্রিগেড। গ্রুপ ‘ডি’-র প্রথম ম্যাচের দ্বিতীয়ার্ধে পর পর গোল খেয়ে চাপে ছিল ওড়িশা।  

খাতায়কলমে আজকের ম্যাচে মোহনবাগান এগিয়ে থাকলেও প্রথমার্ধ গোল শূন্যেই শেষ হয়। এদিন খেলার ৪২ মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয় ওড়িশার মৌরতাদা ফলকে। ফলে দশ জনকে নিয়েই খেলতে হয় ফেরান্দোদের।  

দ্বিতীয়ার্ধের ৪৬ মিনিটের মাথায় মোহনবাগানের হয়ে প্রথম গোল করেন  সামাদ। ৬৮ এবং ৮২ মিনিটের মাথায় দিমিত্রি দুরন্ত ২ গোল দিয়ে জয় নিশ্চিত করে দেন। ৬৮ মিনিটের মাথায় হেডে দারুণ গোল করে মোহনবাগানের জন্য ব্যবধান বাড়িয়ে দেন লিস্টন কোলাসো।    

মোহনবাগানের  কাছে বল পজেশন ছিল ৬৫ শতাংশ ও ওড়িশার কাছে বল পজেশন ছিল ৩৫ শতাংশ। মোহনবাগানের হয়েছে ৭টি ফাউল ও ওড়িশার হয়েছে ৯টি ফাউল। নিজেদের মধ্যে মোহনবাগান পাস খেলেছে ৫৮০টি ও ওড়িশা খেলেছে ৩২৫ পাস। ৯০+৫ মিনিটের শেষে খেলার ফলাফল মোহনবাগান ৪, ওড়িশা ০।        

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen