রাজ্য বিভাগে ফিরে যান

নিম্নচাপের জেরে বঙ্গে কতটা বাড়তে পারে বৃষ্টি? রইল UPDATE

September 20, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ বুধবার সারাদিন মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টির পূর্বাভাস।  আগামী ২২ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা আগামী ৪৮ ঘণ্টায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। দুই নিম্নচাপের জোড়া ফলায় আজ থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলা সহ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।  

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায় বুধবার বৃষ্টি হতে পারে। আজ কলকাতায় তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। টানা ৩ দিন বৃষ্টি চলতে পারে।  

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বৃহস্পতিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। 

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Kolkata, #Weather forecast, #Rain, #Weather Update

আরো দেখুন