রাজ্য বিভাগে ফিরে যান

নিম্নচাপের ফলায় কতদিন বৃষ্টি দক্ষিণবঙ্গে? জানাল মৌসম ভবন

September 21, 2023 | < 1 min read

ছবি সৌজন্যে: Reuters

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তর-পশ্চিম বঙ্গপোসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপর যে নিম্নচাপ ঝাড়খণ্ডের উপর দিয়ে অগ্রসর হচ্ছে। আজ ও ২২ সেপ্টেম্বর বাংলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

আজ দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে ২৩ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমবে, কিন্তু হালকা বৃষ্টি চলবে। ২৬ তারিখে বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে।

আজ এবং আগামিকাল দক্ষিণবঙ্গে একটু বেশি বৃষ্টি হবে। ২৩ সেপ্টেম্বর থেকে দিনের তাপমাত্রা বাড়বে।

২৩ তারিখ পর্যন্ত উপরের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি ও নিচের মালদহ ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টি সতর্কবার্তা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Rain, #weather forcast, #Weather Update

আরো দেখুন