পুজো উদ্যোক্তাদের নিয়ে কবে বৈঠকে বসছে কলকাতা পুলিশ?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর আর এক মাসও বাকি নেই। চারিদিকে তুঙ্গে প্রস্তুতি। দুর্গাপুজো নিয়ে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কলকাতা পুলিশ। ধনধান্য অডিটোরিয়ামে ৭ অক্টোবর বৈঠক হবে। কলকাতা শহরের সমস্ত পুজো উদ্যোক্তাদের বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে। দুর্গাপুজোর সময় রাস্তায় দর্শনার্থীরা যাতে যানজটে না পড়েন, সে সমস্ত বিষয়ে আলোচনা হবে বৈঠকে।
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, অতিরিক্ত সিপি মুরলীধর শর্মা, যুগ্ম কমিশনার (সদর) সন্তোষ পাণ্ডে, যুগ্ম কমিশনার (ক্রাইম) শঙ্খশুভ্র চক্রবর্তী, যুগ্ম কমিশনার (ট্রাফিক) রূপেশ কুমার প্রমুখরা বৈঠকে হাজির থাকবেন বলে জানা গিয়েছে। কলকাতা পুরসভা, পলিউশন কন্ট্রোল বোর্ড, দমকলের আধিকারিকরাও বৈঠকে উপস্থিত থাকবেন। জানা গিয়েছে, এই বৈঠকেই দুর্গাপুজোর জন্য ট্রাফিক রুট ঠিক করা হবে। পুজোর ম্যাপ প্রকাশ নিয়েও বৈঠকে আলোচনা হবে।