← হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান
পুজোর ছুটিতে ঘুরে আসুন বুনকুলুং থেকে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুজোয় কলকাতার ভিড়ে থাকতে ইচ্ছে করা না, পাহাড়ের কোলে পুজোর ছুটি কাটাতে চাইলে ঘুরে আসুন বুনকুলুং থেকে। জঙ্গল, পাহাড়, নদী দিয়ে ঘেরা বুনকুলুং গ্রামটি মনের সফ্টওয়্যার আপডেট করে দেবে।
সিংবুল টি এস্টেট, চা বাগান, নদী উপভোগ করতে পারেন। চা বাগানের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে বালাসন আর মুর্মাখোলা নদীর কাছে পৌঁছে যেতে পারে। থাকার জন্য হোম স্টে, ইকো হাটগুলো ব্যবহার করতে পারবেন।
এনজেপি, শিলিগুড়ি থেকে মিরিক হয়ে বুনকুলুং-এর দূরত্ব ৫০ কিলোমিটার মতো। মিরিক পর্যন্ত শেয়ার গাড়িতে এসে সেখান থেকে গাড়ি ভাড়া করে বুনকুলুং যাওয়া যাবে। দার্জিলিং থেকে মিরিক, সৌরিনী হয়ে বুনকুলুং পৌঁছানো যায়।
বুনকুলুং থেকে কাছাকাছির মধ্যে মিরিক লেক, বোকার মনাস্ট্রি, গয়াবাড়ির চা বাগান থেকে বেড়িয়ে আসতে পারেন।