পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

কেমন করে শুরু হল রাধাষ্টমী উদযাপন? কী বলছে প্রচলিত কাহিনী?

September 23, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাধাষ্টমী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমি তিথিতে পালন করা হয়। শ্রী রাধিকা এই দিন পৃথিবীর বুকে আবির্ভুত হয়েছিলেন।

প্রচলিত কাহিনী অনুযায়ী, সূর্যদেব একসময় পৃথিবী ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ,আনন্দ দেখে আকৃষ্ট হয়ে মন্দার পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন।এইভাবে অনেকদিন কাটলে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। তখন স্বর্গের দেবতারা ভীত হয়ে বিষ্ণুর কাছে সাহায্যের জন্য যান। বিষ্ণুদেব সূর্যের সামনে উপস্থিত হলে সূর্যদেব খুব আনন্দিত হন। সূর্যদেব বলেন আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সার্থক হলো।

বিষ্ণুদেব তাকে বর দিতে চাইলে,সূর্যদেব বলেন আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বশীভূত থাকবেন।বিষ্ণু তথাস্ত বলে তাই বর দিয়েছিলেন। বিষ্ণুদেব বলেছিলেন পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে জন্মগ্রহণ করব। তুমি সেখানে বৃষভানু রাজা হয়ে জন্মাবে।

শ্রীমতি রাধা তোমার কন্যারূপে জন্মগ্রহণ করবে।এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত থাকবো। রাধা ও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না। আমি সবাইকে আকর্ষণ করি কিন্তু একমাত্র রাধিকাই আমাকে আকর্ষণ করবে।

এরপর বিষ্ণুদেব নন্দালয়ে কৃষ্ণবতারে জন্মগ্রহণ করেন। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা হলেন এবং গোপকন্যা কীর্তিদা সঙ্গে তার বিবাহ হল তারপর যথাকালে ভাদ্রমাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতি রাধারানী জন্মগ্রহণ করেন।এই রাধারানীর আবির্ভাব তিথিই রাধাষ্টমী নামে পরিচিত।

বাংলার কিছু স্থানে রাধাষ্টমী মহাসমারোহে পালন করা হয়। রাধাষ্টমী ব্রত পালন প্রসঙ্গে ভগবত ও পুরাণে বর্ণনা করা আছে যে ব্যক্তি একবারের জন্যও এই ব্রত পালন করেন তার কোটি জন্মের ব্রহ্ম হত্যার মত মহাপাপ বিনষ্ট হয়। শত শত একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় রাধাষ্টমী ব্রত পালন করলে তার শতাধিক ফল লাভ হয়ে থাকে।

শুক্রবার থেকেই মালদহে রাধাষ্টমী মহোৎসব পালনের প্রস্তুতি শুরু হয়েছে। ইংরেজবাজার, পুরাতন মালদহ, বুলবুলচণ্ডী, গাজোল, বামানগোলার বিভিন্ন মন্দিরে রাধারানির আরাধনার প্রস্তুতি চলছে।

মালদহের বাচামারীর রাধাগোবিন্দ মন্দিরে আটদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাধাষ্টমী উৎসব পালন হবে। রাধাকৃষ্ণের লীলা কীর্তন দেখতে রাধাষ্টমীতে নদীয়া, মুর্শিদাবাদ থেকে ভক্তরা এই মন্দিরের আসেন।

মালদহে বুলবুলচণ্ডী এলাকায় রয়েছে শ্রীশ্রী মদন মোহন জিউর মন্দিরেও প্রতিবছরের মতো রাধাষ্টমীর আয়োজন চলছে। আয়োজন চলছে মালদহের ইসকন মন্দিরও।

TwitterFacebookWhatsAppEmailShare

#Radhastami, #Radhastami celebration

আরো দেখুন