দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ পকেটে ভারতের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইন্দোরে আজ সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলল টিম ইন্ডিয়া।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে জোড়া সেঞ্চুরি করেন শুভমন গিল ও শ্রেয়স আইয়ার। ৩৮ বলে ৫২ করেন অধিনায়ক কে এল রাহুল, ৩৭ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন সূর্য কুমার যাদব। অস্ট্রেলিয়ার হয়ে ২টি উইকেট নেয় গ্রিন, ১টি করে উইকেট নেয় হ্যাজেলউড, আব্যট, জ্যাম্পা। নির্ধারিত ৫০ ওভারে ভারত ৫ উইকেট হারিয়ে তোলে ৩৯৯ রান।
৪০০ রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ও Labuschagne কিছুটা লড়াই করেন। দুজনেই যথাক্রমে ৫৩ ও ২৭ রানে আউট হন। বৃষ্টির ফলে D/L method-এ ৩৩ ওভারে টার্গেট দাঁড়ায় ৩১৭ রান। Sean Abott ঝোড়ো ৫৪ রান করে আউট হন। ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন ও জাদেজা। ২টি করে উইকেট নেন কৃষ্ণ ও ১টি উইকেট নেন শামি জাদেজা। শেষ পর্যন্ত ২৮.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ২১৭ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস।
LIVE UPDATE:
আউট Sean Abott, অস্ট্রেলিয়া ২১৭/১০
২৮ ওভারে অস্ট্রেলিয়া ২১৭/৯
আউট হ্যাজেলউড
২২.৫ ওভারে অস্ট্রেলিয়া ১৬২/৮
আউট Zampa, ২১.২ ওভারে অস্ট্রেলিয়া ১৪০/৮
রান আউট গ্রিন, ২০.৪ ওভারে অস্ট্রেলিয়া ১৪০/৭
আউট ক্যারি, ১৮.৩ ওভারে অস্ট্রেলিয়া ১২৮/৬
আউট Josh Inglis, অস্ট্রেলিয়া ১০১/৫
আউট ওয়ার্নার, অস্ট্রেলিয়া ১০০/৪
আউট Labuschagne, অস্ট্রেলিয়া ৮৯/৩
বৃষ্টিতে স্থগিত খেলা, ৯ ওভারে অস্ট্রেলিয়া ৫৬/২
৭ ওভারে অস্ট্রেলিয়া ৪৩/২
পরপর দুটি উইকেটের পতন, ১.৪ ওভারে অস্ট্রেলিয়া ১০/২
১ ওভারে অস্ট্রেলিয়া ৯/০
৫০ ওভারে ভারতের স্কোর ৩৯৯/৫, সূর্য কুমার যাদব ৭২*, জাদেজা ১৩*
৪৮.৩, ওভারে ভারত ৩৮৬/৫
আউট রাহুল, ভারত ৩৫৫/৫
অর্ধশতরান সূর্য কুমার যাদবের
কে এল রাহুলের ৫০, ভারত ৩৫০/৪
৪৪ ওভারে ভারত ৩৩৬/৪
আউট ঈশান, ভারত ৩০২/৪
৪০ ওভারে ভারতের স্কোর ২৯৬/৩
আউট শুভমন, ভারত ২৪৩/৩
সেঞ্চুরি শুভমনের, ৩৩ ওভারে ভারতের স্কোর ২৩০/২
১০৫ রান করে আউট শ্রেয়স, ৩০.৫ ওভারে ভারতের স্কোর ২১৬/২
সেঞ্চুরি শ্রেয়সের, ৩০ ওভারে ভারতের স্কোর ২১০/১
২৭.৪ ওভারে ভারতের স্কোর ১৯৬/১
২৫ ওভারে ভারতের স্কোর ১৮৮/১
১৯ ওভারে ভারতের স্কোর ১৪৯/১, শ্রেয়স ৬৮*, শুভমন ৬৯*
৫০ করলেন শ্রেয়স
১৪.৩ ওভারে ভারত ১১৬/১
৫০ রান করলেন শুভমন গিল
৫ ওভারে ভারতের স্কোর ২৬/১
আউট রুতুরাজ, ৩.৪ ওভারে ভারতের স্কোর ১৬/১
১ ওভারে ভারতের স্কোর ১৩/০
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার।