বাংলার দুর্গাপুজোও BJP র প্রচার মঞ্চ! মোদীর হোর্ডিংয়ের নির্দেশ কেন্দ্রের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শিয়রে দুর্গাপুজো আর পুজোর পরই ভোটের ঢাকে কাঠি পড়বে। বছর ঘুরলেই দেশের ভোট। এবার শারদ উৎসবের রাজনীতিকরণ করতে মরিয়া বঙ্গ বিজেপি। টাকা থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীদের দিয়ে পুজো উদ্বোধন-সহ নানান টোপ দিয়ে কলকাতার নামী পুজোগুলোকে দখলের চেষ্টা করেছিল বিজেপি কিন্তু সে চেষ্টা ডাহা ফেল করেছে। এবার বাংলার দুর্গাপুজোকে রাজনৈতিক প্রচারের হাতিয়ার করতে নয়া কৌশল এঁটেছে বঙ্গ বিজেপি। চব্বিশের লোকসভা ভোটকে মাথায় রেখেই বাঙালির শ্রেষ্ঠ উৎসবে দল ও মোদী সরকারের প্রচার সারতে চাইছে বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্বর তরফে নাকি নির্দেশ এসে পৌঁছেছে সুকান্ত, শুভেন্দুদের কাছে।
রাজ্য বিজেপিকে বলা হয়েছে, চন্দ্রযানের সাফল্য থেকে শুরু করে জি-২০ সম্মেলন এমনকি রান্নার গ্যাসের দাম কমা; সব কিছুর প্রচার চাই। পাশাপাশি মোদী সরকারের বিভিন্ন প্রকল্প বিষয়ক হোর্ডিং বানিয়ে বিভিন্ন জনবহুল এলাকা ও পুজো মণ্ডপের সামনে লাগাতে হবে বলে নিদান দেওয়া হয়েছে। প্রতিটা হোর্ডিংয়ে মোদীর ছবি রাখতেই হবে। এমন জায়গায় হোর্ডিং রাখতে কথা বলা হয়েছে যাতে তা সহজেই দর্শনার্থীদের চোখে পড়ে। প্রতি বুথে কমপক্ষে তিনটি করে মোদীর ছবি দেওয়া হোর্ডিং লাগানোর কথা বলা হয়েছে।
লোকসভা নির্বাচনের প্রাক্কালে পুজো ও উৎসবকে ব্যবহার করে এভাবেই জনসংযোগ করার নিদান দিয়েছে দিল্লির নেতারা, এমনই খবর রাজ্য বিজেপির অন্দরে। মোদীর সাফল্যের প্রচার করে, পুজোয় জনসংযোগ বাড়ানোই লক্ষ্য বিজেপির।