Asian Games 2023: আজ দিনভর কোন কোন ইভেন্টে নামছে ভারত?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুরু হয়ে গিয়েছে এশিয়ান গেমস, আজ সোমবার একাধিক ইভেন্টে নামতে চলেছেন ভারতের খেলোয়াড়রা।
বক্সিং
মহিলাদের ৬৬ কেজি রাউন্ড অফ ১৬: অরুন্ধতি চৌধুরী (ভারত) বনাম লিউ ইয়াং (চীন)– বিকেল ৪:৪৫
পুরুষদের ৫০ কেজি রাউন্ড অফ ৩২: দীপক ভরিয়া (ভারত) বনাম আব্দুল কায়ুম বিন আরিফিন (MAS) – ১৭:১৭
পুরুষদের ৭১ কেজি রাউন্ড অফ ৩২: নিশান্ত দেব (ভারত) বনাম দিপেশ লামা (নেপাল)- ১৯:০০
বাস্কেটবল ৩x৩
মহিলা রাউন্ড-রবিন পুল এ: ভারত বনাম উজবেকিস্তান – সকাল ১১:২০
পুরুষ রাউন্ড-রবিন পুল সি- ভারত বনাম মালেশিয়া- বেলা ১২
ক্রিকেট
মহিলা গোল্ড মেডেল ম্যাচ: ভারত বনাম শ্রীলঙ্কা- সকাল ১১:৩০
দাবা
পুরুষদের ব্যক্তিগত রাউন্ড ৩ এবং ৪ (ভিদিত গুজরাতি, অর্জুন আরিগাইসি)
মহিলাদের ব্যক্তিগত রাউন্ড ৩ এবং ৪( কনেরু হাম্পি, হারিকা দ্রনাভাল্লি)- ১২:৩০
হ্যান্ড বল
মহিলাদের প্রাথমিক রাউন্ড গ্রুপ বি: ভারত বনাম জাপান – সকাল ১১:৩০
রাগবি সেভেন্স
মহিলাদের পুল এফ: ভারত বনাম সিঙ্গাপুর – সকাল ৮:২০
মহিলাদের সেমিফাইনাল: যোগ্যতা থাকলে – দুপুর ১:৫৫ থেকে
রোয়িং
মেডেল ইভেন্ট: পুরুষদের কোয়াড্রপল স্কালস ফাইনাল এ (পারমিন্দর সিং, সাতনাম সিং, জাকার খান, সুখমিত সিং) – সকাল ৮:০০
পদক ইভেন্ট: মহিলাদের কক্সড আট (জি গীতাঞ্জলি, ঋতু কৌদি, সোনালি সোয়াইন, এইচ টেন্ডেন্থোই দেবী, বর্ষা কেবি, অস্বতী পিবি, মৃণাময়ী নীলেশ এস, থাংজাম প্রিয়া দেবী, রুকমণি) – সকাল ৮:৫০
সেলিং
একাধিক বিভাগে যোগ্যতা অর্জনকারী দৌড় (একাধিক ক্রীড়াবিদ) – সকাল ৮:৩০ থেকে
উশু
মহিলাদের ৬০ কেজি ১/৮ ফাইনাল (নওরেম রোশিবিনা দেবী) – বিকেল ৫টা থেকে
পুরুষদের ৬০ কেজি ১/৮ ফাইনাল (সূর্য ভানু প্রতাপ সিং) – বিকেল ৫টা থেকে
পুরুষদের ৬০ কেজি ১/৮ ফাইনাল (বিক্রান্ত বালিয়ান) – বিকেল ৫টা থেকে