দুই বঙ্গতনয়ার দাপটেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের সোনা জয়
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রথমবার এশিয়ান গেমস খেলতে নেমেই বাজিমাত ভারতীয় মহিলা ক্রিকেটারদের। হাড্ডাহাড্ডি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতলেন হরমনপ্রীত কৌররা। আর এই ঐতিহাসিক জয়ের পিছনে যিনি এদিন গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন বাংলার মেয়ে তিতাস সাধু। চার ওভারে ছয় রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন তিনি। এই তিন উইকেটই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে।
ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে মহিলাদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নজর কেড়েছিলেন চুঁচুড়ার মেয়ে তিতাস। তখনই বোঝা গিয়েছিল আগামী দিনে মহিলাদের ক্রিকেটে বাংলার জোরে বোলিং আক্রমণের দায়িত্ব নেওয়ার যোগ্য তিতাস। সেই ধারনা যে ভুল ছিল না, তা এশিয়ান গেমসের ফাইনালে আরও এক বার প্রমাণ করলেন তিনি। রবিবার সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল তিতাসের। আর সোমবারই তিনি ভারতের সোনা জয়ের অন্যতম কারিগর।
বাংলার শুধু তিতাস নন, শিলিগুড়ির মেয়ে উইকেটরক্ষক রিচা ঘোষ শেষ সময়ে স্টাম্পিং করে ম্যাচের রং বদলে দিয়েছেন। ব্যান্ডেলের মেয়ে তিতাস প্রথম ওভারেই দুটি উইকেট নিয়ে নিয়েছেন। পরের ওভারে নেন অন্য উইকেট। তিতাসের কাছে এই বোলিং স্বপ্নের স্পেল।