খেলা বিভাগে ফিরে যান

Asian Games 2023: আজ ভারত কখন, কোন বিভাগে খেলতে নামছে

September 26, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এশিয়ান গেমসের প্রথম দিন ভারতে এসেছিল ৫টি পদক। রোয়িংয়ে চমক দেখিয়েছিলেন ভারতীয় অ্যাথলিটরা। ১৯তম এশিয়ান গেমসের প্রথম দিন শুটিংয়ে এসেছে জোড়া পদক। আর বাকি তিনটি রোয়িং থেকে। সোমবার এশিয়াডের দ্বিতীয় দিনে ভারত পেল আরও ৬টি পদক। তার মধ্যে ২টি সোনা এবং ৪টি ব্রোঞ্জ। ভারতকে এ বারের এশিয়ান গেমসে প্রথম সোনা দিয়েছেন শুটাররা। দ্বিতীয় সোনা এসেছে মেয়েদের ক্রিকেটে। মঙ্গলবার তৃতীয় দিনে বক্সিং, হকি, রোয়িং, সেইলিং, উসুর মতো বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতে নামবেন ভারতীয় খেলোয়াড়রা। আজ কত পদক নিশ্চিত করতে পারে ভারত সেদিকেই নজর থাকবে সকলের।

আজ ভারত কখন, কোন বিভাগে খেলতে নামছে-

বক্সিং:

  • 12:30 PM: পুরুষদের 51-57Kg RO32
  • শচীন বনাম উদ্দিন আসরি (ইন্দোনেশিয়া)
  • 6:15 PM: পুরুষদের +92 কেজি প্রাথমিক
  • নরেন্দার বনাম এলচোরো উলু ওমাতবেক (কিরগিজস্তান)

ইস্পোর্টস:

  • 7:20 PM: স্ট্রিট ফাইটার বনাম চ্যাম্পিয়ন সংস্করণ
  • প্রজাপতি মায়াঙ্ক বনাম রাজীখান তালাল ফুয়াদ (সৌদি আরব)
  • বিশ্বাস আয়ান বনাম গুয়েন খান হাং চাউ (ভিয়েতনাম)

ফেন্সিং:

  • 6:30 PM: মহিলাদের ব্যক্তিগত
  • ভবানী দেবী বনাম হেং জুলিয়েট জি মিন (সিঙ্গাপুর)
  • ভবানী দেবী বনাম আলহাম্মাদ আলহসনা আব্দুল রহমান (সৌদি আরব)
  • ভবানী দেবী বনাম ডসপে করিনা (কাজাখস্তান)
  • ভবানী দেবী বনাম দাইবেকোভা জয়নাব (উজবেকিস্তান)
  • ভবানী দেবী বনাম খাতুন শ্রী রোকসানা (বাংলাদেশ)

হকি:

  • 6:30 PM: পুরুষদের হকি
  • ভারত বনাম সিঙ্গাপুর

সেইলিং:

  • 8:30 AM: পুরুষদের উইন্ডসার্ফিং – iQFoil
  • সাভারিমুথু জেরোম কুমার
  • 8:30 AM: মিক্সড মাল্টিহুল – Nacra 17
  • সিদ্ধেশ্বর ইন্দর ও সর্বানন রাম্য
  • 8:30 AM: মিক্সড ডিঙ্গি – 470
  • কোঙ্গারা প্রীতি ও সুধাংশু শেখর
  • 8:30 AM: মহিলাদের ডিঙ্গি – ILCA4
  • নেহা ঠাকুর
  • 8:40 AM: ছেলেদের ডিঙ্গি – ILCA4
  • অদ্বৈত মেনন
  • 11:30 AM: মহিলাদের একক ডিঙ্গি – ILCA6
  • নেত্রা কুমানন
  • 11:30 AM: মহিলাদের স্কিফ – 49erFX
  • তোমর হর্ষিতা ও ভার্মা শীতল
  • 11:30 AM: মহিলাদের উইন্ডসার্ফার RS:X
  • গণেশ ঈশ্বরিয়া
  • 11:40 AM: পুরুষদের ডিঙ্গি – ILCA7
  • সর্বানন বিষ্ণু
  • 11:40 AM: পুরুষদের স্কিফ – 49er
  • কেলাপান্ডা চেঙ্গাপ্পা গণপতি ও অশোক ঠক্কর বরুণ
  • 11:40 AM: পুরুষদের উইন্ডসার্ফার RS:X
  • আলী এবাদ

স্কোয়াশ:

  • 7:30 AM: পুরুষ দল
  • ভারত বনাম সিঙ্গাপুর
  • 7:30 AM: মহিলা দল
  • ভারত বনাম পাকিস্তান
  • 4:30 PM: পুরুষদের দল
  • ভারত বনাম কাতার

সাঁতার:

  • 7:30 AM: মহিলাদের 100 মিটার ফ্রিস্টাইল
  • সরমা শিবাঙ্গী
  • 8:00 AM: মহিলাদের 200 মিটার ব্যাকস্ট্রোক
  • আশুতোষ পলক জোশী
  • 9:05: পুরুষদের 4 x 100 মিটার মেডলি রিলে
  • রাকাশ সজন প্রকাশ
  • নটরাজ শ্রীহরি
  • সেলভারাজ প্রেমা লিকিথ
  • ম্যাথু তানিশ জর্জ

ভলিবল:

  • 4:00 PM পুরুষদের বিভাগে
  • ভারত বনাম পাকিস্তান

উশু:

  • 7:30 PM: পুরুষদের 70kg কোয়ার্টার ফাইনাল
  • সুরজ যাদব বনাম হোতাক খালিদ (আফগানিস্তান)
TwitterFacebookWhatsAppEmailShare

#India At AG22, #Team India, #Asian Games, #asian games 2023

আরো দেখুন