বিশ্বকাপের আগে ধাক্কা, তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৬৬ রানে হারল রোহিতরা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চিদম্বরম স্টেডিয়ামে আজ সিরিজের তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া।
টসে জিতে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। দুর্দান্ত শুরু করে দুই ওপেনার। ৭৮ রানের মাথায় প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে ৯৬ রান করে মিচেল মার্শ। স্মিথ করেন ৭৪ রান, Labuschagne করেন ৭২ রান ও ওয়ার্নার করেন ৫৬ রান। ভারতের হয়ে ৩টি উইকেট নেন বুমরাহ, ২টি উইকেট নেন কুলদীপ, ১টি করে উইকেট নেন সিরাজ ও কৃষ্ণ। নির্ধারিত ৫০ ওভারে অস্ট্রেলিয়া ৭ উইকেটে করে ৩৫২ রান।
শুরুটা ভারতেরও খুব ভালোই হয়েছিল। হাড্ডাহাড্ডি লড়াই করে ভারতের ব্যাটসম্যানরা। রোহিত শর্মা করে ৮১ রান। বিরাট কোহলি করে ৫৬ রান, শ্রেয়স আইয়ার করে ৪৮ রান। শেষ পর্যন্ত জাদেজা কিছুটা লড়াই করেন। অস্ট্রেলিয়ার হয়ে ৪টি উইকেট নেন ম্যাক্সওয়েল, ২টি উইকেট নেন হ্যাজেলউড, ১টি করে উইকেট স্টার্ক, তানভীর ও কামিন্স। ৪৯.৪ ওভারে ভারত ২৮৬ রানে অলআউট হয়।
অস্ট্রেলিয়া জয়ী হয় রানে। তৃতীয় ম্যাচ হারলেও ভারত ২-১ সিরিজে জয়ী হল।
LIVE UPDATE:
- ৪৯.৪ আউট সিরাজ, ভারতের স্কোর ২৮৬/১০
- আউট জাদেজা, ৪৮.৩ ওভার শেষে ভারতের স্কোর ২৮৬/৯
- ৪৮.২ ওভার শেষে ভারতের স্কোর ২৮৬/৮
- ৪৭.৪ ওভার শেষে ভারতের স্কোর ২৮০/৮
- ৪৭.১ ওভার শেষে ভারতের স্কোর ২৭৩/৮
- আউট বুমরাহ, ৪৫.৩ ওভার শেষে ভারতের স্কোর ২৭০/৮
- ৪৩.২ ওভার শেষে ভারতের স্কোর ২৬০/৭
- ৪১ ওভার শেষে ভারতের স্কোর ২৫৭/৭
- ৩৮ ওভার শেষে ভারতের স্কোর ২৪৩/৫
- আউট!! মাত্র ৮ রান করে আউট সূর্যকুমার।
- ২৯ ওভার শেষে ভারতের স্কোর ১৮৫/৩
- উইকেট!! আউট বিরাট কোহলি। ৫টি চার এবং একটি ছক্কা মেরে ৬১ বলে ৫৬ রান করেন তিনি
- ২৩ ওভার শেষে ভারতের স্কোর ১৫১/২
- আউট! রোহিত শর্মা। ৫৭ বলে ৮১ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি।
- ২০ ওভার শেষে ভারতের স্কোর ১৩৫/১
- ১৯ ওভার শেষে ভারতের স্কোর ১২৬/১
- হাফসেঞ্চুরি, রোহিত শর্মা ৪৫ বলে ৬৩ রান করে ব্যাট করছেন
- ১৬ ওভার শেষে ভারতের স্কোর ১০৬/১
- ১৪ ওভার শেষে ভারতের স্কোর ৮৮/১
- আউট! গ্লেন ম্যাক্সওয়েলের বলে বলে আউট ওয়াশিংটন সুন্দর। ৩০ বলে ১৮ রান করেন তিনি
- ১০ ওভার শেষে ভারতের স্কোর ৭২/০
- ৯ ওভার শেষে ভারতের স্কোর ৬৬/০
- ৫ ওভার শেষে ভারতের স্কোর ৩২/০
- ৩ ওভার শেষে ভারতের স্কোর ১৮/০
- প্রথম ওভার শেষে ভারতের স্কোর ৬/০
- রোহিতের সঙ্গে ওপেন করতে নেমেছেন সুন্দর
- আউট!! মার্নাস ল্যাবুসচেন ৫৮ বলে ৭২ রান করে সাজঘরে ফিরে যান। বুমরাহের বলে শ্রেয়সের হাতে ক্যাচ দিয়ে আউট হন।
- ৪৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩৪৩/৬
- ৪৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩১৮/৬
- উইকেট!! ক্যামেরন গ্রিন (৯) কুলদীপ যাদবের বোলিংয়ে লং-অনে শ্রেয়াস আইয়ারের হাতে ধরা পড়েন।
- ৪২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২৯৪/৫
- আউট!! বুমরাহের বলে ৩৮ ওভারের মাথায় আউট হলেন ম্যাক্সওয়েল (৫)
- ৩৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২৭৯/৪
- আউট!! বুমরাহের বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অ্যালেক্স কেরি( ১১)
- ৫০ রান মার্শের, ১৯ ওভারে অস্ট্রেলিয়া ১৪৩/১
- ১১.২ ওভারে অস্ট্রেলিয়া ৯৮/১
- আউট ওয়ার্নার, ৮.৫ ওভারে অস্ট্রেলিয়া ৮০/১
- ৬.৩ ওভারে অস্ট্রেলিয়া ৫৪/০
- ৫ ওভারে অস্ট্রেলিয়া ৪৪/০
- ৩.৫ ওভারে অস্ট্রেলিয়া ৩১/০
- ১ ওভারে অস্ট্রেলিয়া ৫/০
- টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া