Tiger গদ্দার নাকি দেশপ্রেমিক? কী বার্তা দিলেন সলমন?

সূত্রের খবর, YRF এই স্পাই ইউনিভার্স আরও বাড়াতে চলেছে

September 29, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
Tiger গদ্দার নাকি দেশপ্রেমিক?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সম্প্রতি প্রকাশ্যে এসছে Tiger 3 এর Tiger Ka Message বলে একটি ছোট্ট টিজার। অবিনাশ সিং রাঠোর অর্থাৎ টাইগারকে বলতে শোনা যাচ্ছে ‘২০ বছর যে দেশের হয়ে কাজ করে গেলেন আজ হঠাৎ করে সেই দেশ তাঁকে দেশদ্রোহী, গদ্দার বলছে। এটাই কি তাঁর পাওনা? তাঁর ছেলের কাছে এখন দেশবাসীকে প্রমাণ করতে হবে Tiger গদ্দার নাকি দেশপ্রেমিক?’

Tiger 3 ইয়াশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ৫ম ছবি। Tiger-র ভূমিকায় অভিনয় করছেন সুপারস্টার সলমন খান। এই ছবিতে আছেন ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমি, আশুতোষ রানা, রিধি ডোগ্র, বিশাল জেঠওয়া, রেভাথি ও একটি ক্যামিওতে সুপারস্টার শাহরুখ খান। এই ছবি পরিচালনা করছেন মণীশ শর্মা। Tiger 3 মুক্তি পাবে এই বছরের দীপাবলিতে।

সূত্রের খবর, YRF এই স্পাই ইউনিভার্স আরও বাড়াতে চলেছে যার ফলে আগামীদিনে আসতে চলেছে War 2, Tiger vs Pathaan, Pathaan 2 এর মতো সিনেমা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen