← কলকাতা বিভাগে ফিরে যান
কলেজ স্কোয়ারের সুইমিং পুলই কি গোলদীঘি?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বইপাড়ার কেন্দ্রে রয়েছে কলেজ স্কোয়ার। এক্কালে এখানেই ছিল গোলদীঘি। কাছেই ছিল মাধববাবুর বাজার। মাধববাবুর বাজারেই তৈরি হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সেকালের কলকাতায় কলকাতা বিশ্ববিদ্যালয়কে বলা হত, গোলদীঘির গোলামখানা। কলকাতা গবেষকরা বলেন দীঘিটি এক্কালে গোল ছিল, পরে মাটি ফেলায় কালে কালে চৌকো হয়ে গিয়েছে। আরেক দল কলকাতা গবেষকের মতে, এই দীঘির চারপাশে গোলপাতা গাছ ছিল। সেই গোলপাতার কারণে গোলদীঘি নামটির উৎপত্তি হয়ে থাকতে পারে।