খেলা বিভাগে ফিরে যান

রুপো জিতে কেন কাঁদলেন মণিপুরের মেয়ে রোশিবনা?

September 28, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, এশিয়ান গেমসের পঞ্চম দিনে উশুতে রুপো জিতে দেশকে গর্বিত করলেন নাওরেম রোশিবিনা দেবী। পদক উৎসর্গ করলেন মণিপুরবাসীকে। তারপরই কান্নায় ভেঙে পড়েন মণিপুর কন্যা।

রুপো জেতার পর রোশিবিনা বলেন, ‘‘মণিপুর জ্বলছে। লড়াই চলছে রোজ। গ্রামে ফিরতে পারছি না। যাঁরা ওখানে সমস্যায় রয়েছেন, তাঁদের এই পদক উৎসর্গ করছি। জানি না শেষ পর্যন্ত কী হবে। হিংসা কবে থামবে, কবে আবার সবকিছু আগের জায়গায় ফিরবে, জানি না।’’ তিনি আরও জানান, মে মাস থেকে পরিবারের কারও সঙ্গে তাঁর দেখা হয়নি। মণিপুরে হিংসার জেরে মে মাস থেকে বাড়ি ফেরেননি রোশিবিনা। অনুশীলন চলাকালীন তাঁর কোচ, (রোশিবিনার) পরিবারের সঙ্গে কথা বলে, তাঁকে জানাতেন। পদক জিতে অবশেষে পরিবারের সঙ্গে কথা হয় রোশিবিনার। তার পরেই কান্নায় ভেঙে পড়েন পদক জয়ী।

TwitterFacebookWhatsAppEmailShare

#asian games 2023, #wushu, #Roshibina Devi, #Manipur, #Asian Games

আরো দেখুন