হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

ছুটিতে গন্তব্য হোক লামাগাঁও

September 29, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দার্জিলিংয়ের লামাগাঁওয় ছবির মতো বর্ণময়। মূল দার্জিলিং শহর থেকে দূরত্ব ৩৪ কিলোমিটার। শীতে লামাগাঁওয়ের গভীর খাদ ঘন কুয়াশায় ঢাকা থাকে। জানলা, দরজা দিয়ে ঘরে ঢুকে আসে কুয়াশা। সেপ্টেম্বর-অক্টোবরে লামাগাঁও আরামদায়ক, শরতের লামাগাঁও চমৎকার।কুয়াশা মুক্ত দিনে লামাগাঁওয়ের পাহাড় থেকে দার্জিলিংয়ের চা বাগান দেখা যায়। রাতের দার্জিলিংয়ের আলোয় ঢাকা দৃশ্য খুবই রোমান্টিক।

১২ কিলোমিটার দূরের বিজনবাড়ি থেকে ঘুরে আসতে পারেন। বিজনবাড়িতে ছোটা রঙ্গীতে মাছ ধরতে পারেন। ছোট ছোট ট্রেক করা যায় লামাগাঁও থেকে।

লামাগাঁও হোমস্টে-তে থাকতে পারেন। এটি লামাগাঁওয়ের সবচেয়ে পুরনো হোমস্টে। হোমস্টের জমিতে বিভিন্ন সবজি ও ফলের চাষ করা হয়। ট্রেকিং, ফিশিং, সাইটসিয়িংয়ের ব্যাপারে হোমস্টে থেকে সাহায্য করা হয়।

এন জে পি থেকে লামাগাঁও ১০২ কিলোমিটার। এন জে পি বা শিলিগুড়ি থেকে প্রাইভেট গাড়ি ভাড়া করে সরাসরি লামাগাঁও পৌঁছে যাওয়া যায়। অন্যথায় এন জে পি বা শিলিগুড়ি থেকে ঘুম পর্যন্ত এসে সেখান থেকে আরেকটি গাড়িতে লামাগাঁও যেতে হবে। দার্জিলিং থেকে লামাগাঁও ৩০ কিলোমিটার, ঘুম থেকে ৪০ কিলোমিটার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Holidays, #Lamagaon, #Travel, #Tourism, #tourists

আরো দেখুন