← খেলা বিভাগে ফিরে যান
Asian Games 2023: ফের পদক জয় ভারতীয় শুটারদের, পেলেন সোন-রুপো, টেনিসেও মিলল রুপো
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: শুক্রবার সকাল থেকেই দেশবাসীর জন্য একের পর এক সুখবর দিচ্ছেন ভারতীয় শুটাররা। এবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ব্যক্তিগত ইভেন্টে জোড়া পদক জয় ভারতের। পলক গুলিয়া সোনা জিতলেন। রুপো পেলেন এষা সিংহ।
পুরুষদের টেনিস ডাবলসের ফাইনাল হেরে সাকেথ-রামকুমারদ জুটি রুপো জয় করলেন।পুরুষদের ডাবলসের ফাইনালে, সাকেথ-রামকুমার জুটি চাইনিজ তাইপের কাছে ৪-৬, ৪-৬-এ পরাজিত হয়। ফলে সোনার পদক থেকে বঞ্চিত হয়ে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁদের।
এশিয়ান গেমসের ষষ্ঠ দিনের শুরুতেই শুটিংয়ে পদক জিতল ভারত। এদিন সকালে প্রথম পদক এনে দিয়েছেন ভারতের মেয়েরা। ১০ মিটার এয়ার পিস্তলে রুপো জিতলেন পালক গুলিয়া, এশা সিংহ এবং টিএস দিব্যা। তার কিছু ক্ষণের মধ্যেই সোনা জেতেন ভারতের ছেলেরা। ৫০ মিটার রাইফেল 3P পুরুষদের দলগত বিভাগে, ভারত ১৭৬৯ পয়েন্ট নিয়ে সোনা জিতেছে।