রেকর্ড আয় জওয়ান-এর, সিনেপ্রেমীদের কী উপহার দিচ্ছে রেড চিলিজ?

২০২৩-শে জোড়া ছবিতে ভর করে, বলিউড সাক্ষী থাকল ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা ‘কামব্যাকের’, দাক্ষিণাত্যের দাপটকে ম্লান করে ফের একবার শাহরুখ প্রমাণ করে দিলেন তিনিই বাদশা

September 29, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার এক টিকিটে দু’জনের জওয়ান দেখার সুযোগ। দর্শকদের জন্য কী উপহার নিয়ে হাজির হল রেড চিলিজ?

বহুদিন ধরেই ফ্যান’দের প্রত্যাশার পারদ চড়ছিল, সকলেই প্রত্যাশা করছিলেন শাহরুখ ফিরবেন। সত্যি সত্যিই তিনি ফিরলেন। জানুয়ারিতে পাঠানের পর চলতি মাসে জাওয়ান। ২০২৩-শে জোড়া ছবিতে ভর করে, বলিউড সাক্ষী থাকল ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা ‘কামব্যাকের’, দাক্ষিণাত্যের দাপটকে ম্লান করে ফের একবার শাহরুখ প্রমাণ করে দিলেন তিনিই বাদশা। পাঠানের মতো জওয়ানও হাজার কোটির ক্লাবে প্রবেশ করে ফেলেছেন। একই বছর জোড়া হাজার কোটি আয় করা সিনেমার নায়ক হিসেবে নজির গড়লেন বলিউডের বাদশা। এই আবহে উপহার নিয়ে হাজির প্রযোজনা সংস্থা রেড চিলিজ। সংস্থার অফিসিয়াল পেজে জানানো হয়েছে একটি টিকিট কিনলে, একটি টিকিট ফ্রিতে দেওয়া হবে। সমাজ মাধ্যমে জানানো হয়েছে, https://linktr.ee/BookTicketsNow -এই লিংক থেকে টিকিট কিনলে, আরেকটি টিকিট মিলবে সম্পূর্ন বিনামূল্যে।

শুক্রবার রেড চিলিজ এন্টারটেইনমেন্টের তরফে জানানো হয়েছে, গ্রস উপার্জনের নিরিখে সর্বোচ্চ আয় করেছে জওয়ান। গোটা বিশ্বে এখনও পর্যন্ত জওয়ান ১০৪৩.২১ কোটি টাকা আয় করে নজির গড়েছে। শুধুমাত্র ভারতে ছবিটি ৫৮৪.৩২ কোটি টাকা আয় করেছে, হিন্দি সিনেমার ইতিহাস যা অদ্যাবধি সর্বাধিক। আয়ের রেকর্ড দেখে উচ্ছ্বসিত এসআরকে ফ্যানরা। একই সঙ্গে বিনামূল্যে টিকিটের কথাও জানানো হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন