বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মকুব বেসরকারি বাস-মিনিবাসের ট্যাক্স
রাজ্যের বেসরকারি বাস, মিনিবাস সংগঠনের জন্য সুখবর। এবার কর মকুবের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আলাপন বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আগামী বাস, মিনিবাসের ট্যাক্স ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মকুব। মোটর ভেহিক্যাল অ্যাডিশনাল ট্যাক্সও মকুব করা হল। পারমিট ফিও মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনা সংক্রমণ রুখতে মার্চের শেষ থেকেই লকডাউন জারি করা হয়। সেই সময় বন্ধ ছিল বাস, মিনিবাস পরিষেবা। তারপর ধীরে ধীরে চালু হয় বাস পরিষেবা। কিন্তু তাতেও বেঁধে দেওয়া হয় যাত্রীসংখ্যা। তার ফলে লাভ তো হচ্ছেই না। পরিবর্তে আয়ও তলানিতে ঠেকেছে বলেই দাবি বাসমালিকদের। বারবার বাসভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিলেন তাঁরা। বারবার হয়েছে বৈঠকও। তবে তা সত্ত্বেও সেই দাবি মানতে নারাজ রাজ্য সরকার। তাই ১৫ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে তাতে কোনও লাভ নেই বলেই বারবার বাসমালিক সংগঠনের তরফে জানানো হয়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নবান্নে জানান, ওই ১৫ হাজার টাকার পরিবর্তে কর মকুবের দাবি জানিয়েছিল তাঁরা। সেই অনুযায়ী কর মকুবেরই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।