← রাজ্য বিভাগে ফিরে যান
কেমন থাকবে আজ রাজ্যের আবহাওয়া? জেনে নিন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নিম্নচাপের কারণে আগামী ৪ অক্টোবর পর্যন্ত রাজ্যের বেশিরভাগ জেলায় বৃষ্টি হবে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম,পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
উত্তরবঙ্গে আজ ও আগামীকাল দার্জিলিং, কালিম্পং, কোচবিহার , জলপাইগুড়ি ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভূমিধসের সর্তকতাও থাকছে পাহাড়ে।