ডায়মন্ডহারবারে কোভিড হাসপাতালের পরিকল্পনা
ডায়মন্ডহারবারেই একটি কোভিড হাসপাতাল তৈরীর পরিকল্পনা করেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন । ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য থাকা আইসোলেশন বিভাগের ৮০ থেকে ১০০ শয্যাকে কাজে লাগাতে ইতিমধ্যে বেশ কয়েক দফা আলোচনাও সেরে ফেলা হয়েছে। ডায়মন্ডহারবার ও কাক্বীপ মহকুমার বিভিন্ন এলাকার কোভিভ না ছুটতে হয় তার জন্য এই উদ্যোগ । ভায়মন্ডহারবার স্বাস্থ্যজেলার এক কর্তা জানিয়েছেন, প্রথমে ডায়মন্ডহারবার হাসপাতালের সুপার স্পেশালিটি বিভাগকে কোভিড হাসপাতাল তৈরীর পরিকল্পনা ছিল। কিন্তু সেখানে কিছু অসুবিধা থাকায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডকেই নতুন করে কোভিড হাসপাতাল তৈরীর জন্য বাছা হয়েছে। তবে ওই ওয়ার্ডে লিফটের কোনও বন্দোবস্ত নেই। লিফটের বন্দোবস্ত করতে আলোচনাও হয়েছে।
স্বাস্থাজেলার ওই কর্তা আরও জানান, বিশ্ববিদ্যালয়ের তিনটি তলায় ৩০০ শয্যার সেফ হোম বানানোর যে প্রাথমিক পরিকল্পনা হয়েছিল, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আপত্তিতে সেই পরিকল্পনাও আপাতত স্থগিত রাখা হয়েছে।