টলিপাড়ার নতুন গোয়েন্দা অবতারে জিতু, প্রকাশ্যে ছবির পোস্টার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ব্যোমকেশ, একেনের পর মাঝে আরও এক গোয়েন্দার আবির্ভাব ঘটতে চলেছে টলিপাড়ায়। এই নতুন সত্যান্বেষীর তার অরণ্য, তবে সত্যান্বেষণ তাঁর পেশা নয়। তিনি ডাক্তারি পড়ুয়া, ক্রিকেটে সিদ্ধহস্ত। কলকাতা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে খেলেন তিনি। এই অরণ্যের জামাইবাবু আবার CID অফিসার। এরপর হঠাৎ একদিন এক দুর্ঘটনায় মৃত্যু হয় এক চিকিৎসকের। আর সেই ঘটনাকে আবর্তিত করে শুরু হয় তদন্ত। তদন্তকারী অরণ্য ও জামাইবাবু সুদর্শন হালদার। ছবির নাম ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’।
অরণ্যের গল্পের কথা লিপিবদ্ধ করবেন সুদর্শন হালদার। অরণ্য কী কী অভিযানে যাবে, কী কী করবে সেগুলো আগে লিখে বই আকারে প্রকাশ হবে বলে জানা গিয়েছে। তারপর সেখান থেকে ‘অরণ্য’ নিয়ে ছবি প্রকাশ করা হবে। এটা নিয়ে ফ্র্যাঞ্চাইজির পরিকল্পনা নিয়েছেন পরিচালক।
এই ছবিতে মুখ্য ভূমিকায় জিতু কামাল। আর জামাইবাবুর চরিত্রে অভিনয় করেছেন শিলাজিৎ মজুমদার। পরিচালনায় ক্রীড়া সাংবাদিক দুলাল দে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায়, রাফিয়াত রশিদ মিথিলা, বুদ্ধদেব ভট্টাচার্য, আরজে সায়ন, লোকনাথ দে প্রমুখ।