খেলা বিভাগে ফিরে যান

Asian Games 2023: দশম দিনে কোন কোন ইভেন্টে নামছে ভারত?

October 3, 2023 | 3 min read

দশম দিনে কোন কোন ইভেন্টে নামছে ভারত?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হ্যাংঝাউয়ে এশিয়ান গেমস ২০২৩-এ ভারতীয় ক্রীড়াবিদরা ইতিমধ্যেই একাধিক বিভাগে পদক জিতেছেন, প্রতিদিনই নতুন নতন রেকর্ড গড়ছেন, ভাঙছেন।

মঙ্গলবার গেমসের দশম দিনেও একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে নামতে চলেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। ক্রিকেট, কাবাডি, বক্সিং, ব্যাডমিন্টন-এর মতো একাধিক বিভাগে প্রতিদ্বন্দিতা করবেন তাঁরা।

দেখে নিন এশিয়ান গেমসে ভারতের দশম দিনের পূর্ণাঙ্গ সূচি-

৬:০০: কাবাডি – ভারত বনাম বাংলাদেশ

৬:১০: তীরন্দাজ – জ্যোতি ভেন্নাম বনাম অ্যাডেল জেক্সেনবিনোভা (কাজাকিস্তান) (কম্পাউন্ড উইমেনস ইন্ডিভিজুয়াল কিউএফ)

৬:৩০: কিক ভলিবল – ভারত বনাম দক্ষিণ কোরিয়া (পুরুষদের কোয়াড্রেন্ট গ্রুপ বি)

৬:৩০: ক্রিকেট – ভারত বনাম নেপাল (পুরুষদের কোয়ার্টার ফাইনাল)

৬:৩০: তীরন্দাজ – অদিতি স্বামী বনাম অমায়া কোজুয়াংকো (ফিলিপাইন) (কম্পাউন্ড উইমেনস ইন্ডিভিজুয়াল কিউএফ)

৬:৪০: অ্যাথলেটিক্স – চন্দা (মহিলাদের ৮০০ মিটার রাউন্ড ১ হিট ১)

৬:৪৮: অ্যাথলেটিক্স – হারমিলন বেইনস (মহিলাদের ৮০০ মিটার রাউন্ড ১ হিট ২)

৭:১০: অ্যাথলেটিক্স – টিম ইন্ডিয়া (পুরুষদের ৪x৪০০ মিটার রিলে রাউন্ড ১ হিট ১)

৭:৩০: সফট টেনিস – ভারত বনাম চাইনিজ তাইপেই (পুরুষ দল রাউন্ড গ্রুপ এ)

৭:৩০: সফট টেনিস – ভারত বনাম মঙ্গোলিয়া (মহিলা দল, গ্রুপ এ)

৭:৪৫: হকি – ভারত বনাম হংকং, চীন (মহিলাদের পুল এ)

৭:৪৫: ক্যানো স্প্রিন্ট – সোনিয়া ফাইরেম্বাম (মহিলা কায়াক একক ৫০০ মিটার ফাইনাল)

৭:৫০: তীরন্দাজ – অভিষেক ভার্মা বনাম আন্দ্রে টিউটিউন (কাজাকিস্তান) (কম্পাউন্ড পুরুষদের পৃথক কোয়ার্টার ফাইনাল)

৮:১০: তীরন্দাজ – ওজস দেওতালে বনাম আকবরালি কারাবায়েভ (কাজাকিস্তান) (কম্পাউন্ড পুরুষদের পৃথক কোয়ার্টার ফাইনাল)

৮:১০: ব্যাডমিন্টন – এইচ এস প্রণয় বনাম বাটদাভা মুনখবাত (মোঙ্গলিয়া) (পুরুষদের একক রাউন্ড অফ ৩২)

৮:২০: ক্যানো স্প্রিন্ট – টিম ইন্ডিয়া (পুরুষদের ক্যানো ডাবল ১০০০ মিটার ফাইনাল)

৮:৩০: স্কোয়াশ – ভারত বনাম জাপান (মিক্সড ডাবলস পুল এ)

৮:৫০: ব্যাডমিন্টন – পিভি সিন্ধু বনাম ওয়েন-চি হু (তাইওয়ান) (মহিলা একক রাউন্ড অফ ৩২)

৯:০০: স্পোর্ট ক্লাইম্বিং – শিবপ্রীত পান্নু, আনিশা ভার্মা (মহিলাদের গতির যোগ্যতা)

৯:১৫: ক্যানো স্প্রিন্ট – টিম ইন্ডিয়া (মহিলা কায়াক ফোর ৫০০ মিটার ফাইনাল)

৯:৩০: ক্যানো স্প্রিন্ট – টিম ইন্ডিয়া (মহিলাদের ক্যানো ডাবল ২০০ মিটার ফাইনাল)

৯:৪০: স্পোর্ট ক্লাইম্বিং – ধীরাজ বিরাজদার, আমান ভার্মা (পুরুষদের গতির যোগ্যতা)

১০:০০: স্কোয়াশ – ভারত বনাম হংকং, চীন (মিশ্র ডাবলস পুল ডি)

১০:৩০: ডাইভিং – সিদ্ধার্থ পরদেশী বনাম লন্ডন হেমাম (পুরুষদের 3 মিটার স্প্রিংবোর্ড প্রিলিমিনারি)

১০:৫০: ব্যাডমিন্টন – অস্মিতা চালিহা বনাম গ্রেগরিয়া তুনজুং (ইন্দোনেশিয়া) (মহিলা একক রাউন্ড অফ ৩২)

১১:০০: সফট টেনিস – কম্বোডিয়া বনাম ভারত (পুরুষদের দল গ্রুপ এ)

১১:০০: সফট টেনিস – ভিয়েতনাম বনাম ভারত (মহিলা দল গ্রুপ এ)

১১:৩০: বক্সিং – প্রীতি বনাম ইউয়ান চ্যাং (চিন) (মহিলাদের ৫০-৫৪কেজি সেমিফাইনাল)

১২:০০: বক্সিং – বাইসন মানেকন (থাইল্যান্ড) বনাম লোভলিনা বোরগোহাইন (মহিলাদের ৬৬-৭৫কেজি সেমিফাইনাল)

১২:৪৫: সফট টেনিস – দক্ষিণ কোরিয়া বনাম ভারত (পুরুষদের দল গ্রুপ এ)

১২:৫০: ব্যাডমিন্টন – তেরেসা জলি/গায়ত্রী গোপীচাঁদ বনাম আব্দুল রাজ্জাক এএন/আবদুল রাজ্জাক এফএন (মালদ্বীপ) (মহিলা ডাবলস রাউন্ড অফ ৩২)

১:৩০: কাবাডি – দক্ষিণ কোরিয়া বনাম ভারত (মহিলা দল গ্রুপ এ)

২:১০: ব্যাডমিন্টন – তানিশা ক্রাস্টো/অশ্বিনী পোনাপ্পা বনাম ফাতুহুল্লা ইসমাইল/রশিদ এএ (মহিলা ডাবলস রাউন্ড অফ ৩২)

২:১০: ব্যাডমিন্টন – কিদাম্বি শ্রীকান্ত বনাম ইউংইউ লি (করিয়া) (পুরুষদের একক রাউন্ড অফ ৩২)

২:৪৫: সফট টেনিস – ভারত বনাম চীন (মহিলা দল গ্রুপ এ)

৪:৩০: অ্যাথলেটিক্স – রুবিনা যাদব, পূজা (মহিলা হাই জাম্প ফাইনাল)

৪:৪০: অ্যাথলেটিক্স – আবদুল্লাহ নারাঙ্গোলিন্তেভিদা, প্রবীণ চিথারভেল (পুরুষদের ট্রিপল জাম্প ফাইনাল)

৪:৫০: অ্যাথলেটিক্স – ভিথ্যা রামরাজ (মহিলাদের ৪০০ মিটার হার্ডলস ফাইনাল)

৫:০৫: অ্যাথলেটিক্স – যশাস পলক্ষা, সন্তোষ তামিলরাসান (পুরুষদের ৪০০ মিটার হার্ডলস ফাইনাল)

৫:১৫: বক্সিং – শচীন বনাম পিং লিউ (চিন) (পুরুষদের ৫১-৫৭কেজি কোয়ার্টার ফাইনাল)

৫:২০: অ্যাথলেটিক্স – পারুল চৌধুরী, অঙ্কিতা (মহিলাদের ৫০০০ মিটার ফাইনাল)

৫:৪০: অ্যাথলেটিক্স – আন্নু রানী (মহিলা জ্যাভলিন থ্রো ফাইনাল)

৫:৫৫: অ্যাথলেটিক্স – কৃষাণ কুমার, মহম্মদ পুলিক্কালাকাথ (পুরুষদের ৮০০ মিটার ফাইনাল)

৬:৩০: বক্সিং – নরেন্দ্র বনাম কুনকাবায়েভ (কাজাকিস্তান) (পুরুষদের +৯২কেজি সেমিফাইনাল)

৬:৩০: সফট টেনিস – জাপান বনাম ভারত (মহিলা দল গ্রুপ এ)

TwitterFacebookWhatsAppEmailShare

#India at Asian Games, #India, #Asian Games, #India At AG22

আরো দেখুন