এই দশ গানে মায়াজাল বুনেছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলা সঙ্গীতের স্বর্ণযুগের রূপকার গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তিনি ২০১১ সালে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণ পান এবং ১৯৭০ সালে জয় জয়ন্তী এবং নিশিপদ্ম চলচ্চিত্রে তার গানের জন্য সেরা নেপথ্য গায়িকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। মানুষের মনে এই কিংবদন্তি শিল্পী বেঁচে থাকেন আজীবন। আসলে তাঁর মৃত্যু নেই, সন্ধ্যা মুখোপাধ্যায় চিরকাল থেকে যাবেন তাঁর গানের সুরে, সুরের মুর্ছনায়। তাঁর গাওয়া অজস্র গানের মধ্যে কোনটা বেস্ট, তার বিচার করা যায় না। তবে শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে শ্রোতাদের জন্য রইল তাঁর গাওয়া এই দশটি কালজয়ী গান
১) এই পথ যদি না শেষ হয়
সপ্তপদীর এই গান যেন বাংলা সিনেমার গানের মাইলস্টোন। গানটি গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়। গানটির কথা লেখেন গৌরীপ্রসন্ন মজুমদার।
২) তুমি না হয় রহিতে কাছে
পথে হল দেরী সিনেমায় সুচিত্রা লিপে সন্ধ্যা মুখোপাধ্যায়ের এই গান যেন আজও বাঙালির মনের খুব কাছে।
৩) মধুমালতী ডাকে আয়
সন্ধ্যা মুখোপাধ্যায়ের চয়নিকা একক অ্যালবামের এই গানটি সেই সময় ব্যপকহারে জনপ্রিয় হয়। সেই জনপ্রিয়তায় এতোদিন পরেও কোন ভাটা পড়েনি।
৪) কি মিষ্টি দেখ মিষ্টি
নায়িকা সংবাদ সিনেমায় অঞ্জনা ভৌমিকের জন্যে গাওয়া সন্ধ্যার এই গানটি সত্যিই বড় মিষ্টি।
৫) গানে মোর কোন ইন্দ্রধনু
অগ্নিপরীক্ষা সিনেমায় ম্যাডাম সেনের লিপে গাওয়া সন্ধ্যার এই গানটি বাঙালির নস্ট্যালজিয়া।
৬) কে তুমি আমারে ডাক
অগ্নিপরীক্ষা সিনেমায় সন্ধ্যার গাওয়া অপর একটি জনপ্রিয় গান।
৭) ঘুম ঘুম চাঁদ
সবার ওপরে সিনেমায় গাওয়া সন্ধ্যা মুখোপাধ্যায়ের এই গানটি যেন সত্যিই মধুর এক ঘুমপাড়ানি গান। এই গানে গায়কির স্নিগ্ধতাই প্রমাণ করে কতো বড় মাপের শিল্পী ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়।
৮) চম্পা চামেলি গোলাপেরই বাগে
অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমার এই গানটির কোন ভূমিকার প্রয়োজন নেই। আজও একই ভাবে জনপ্রিয় এবং নতুন সন্ধ্যার গাওয়া এই গানটি।
৯) এ গানে প্রজাপতি
শ্যামল মিত্রের সুরে, সন্ধ্যার গাওয়া মিষ্টি এই গানটি বাঙালির মনে দেয়া নেয়া ছবির জায়গাকে আরো দৃঢ় করেছিল।
১০) আমি স্বপ্নে তোমায় দেখেছি
ম্যাডাম সেনের লিপে সন্ধ্যার গাওয়া বিপাশা ছবির এই গানের জনপ্রিয়তা আজও অব্যহত।