Asian Games 2023: আরও একটি সোনা ভারতের, এবার ছেলেদের ৪০০X৪ মিটার দৌড়ে
এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথম পুরুষদের জ্যাভেলিন সোনা এবং রুপো জিতল ভারত।
October 4, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার এশিয়ান গেমসে ইতিহাস তৈরি করলেন নীরজ চোপড়া এবং কিশোরকুমার জেনা। এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথম পুরুষদের জ্যাভেলিন সোনা এবং রুপো জিতল ভারত। তার আট মিনিটের মধ্যে ছেলেদের ৪০০X৪ মিটার দৌড়ে সোনা জিতল ভারত। আনাস মুহাম্মদ, অমজ জাকোব, আজমল মহম্মদ এবং রাজেশ রমেশ দেশকে সোনা এনে দিলেন। জাতীয় রেকর্ড ভেঙে তাঁরা এদিন দৌড় শেষ করেন ৩ মিনিট ০১.৫৮ সেকেন্ডে।