← রাজ্য বিভাগে ফিরে যান
আজও দুর্যোগ অব্যহত রাজ্যজুড়ে, রইল UPDATE
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে সারাদিন মেঘলা আকাশের সাথে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকে কিছু জায়গায় শুরু হয়ে গেছে বৃষ্টি।
আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আবার বাংলায় প্রবেশ করেছে নিম্নচাপ। তার সঙ্গে দোসর এখন নিম্নচাপ অক্ষরেখা। যার ফলে লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের প্রায় সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি অঞ্চলে ধ্বস নেমেছে বলে জানিয়েছে হাওয়া অফিস।