আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের লেখক জন ফসে

October 5, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নরওয়ের লেখক জন ফসে। সুইডিশ একাডেমি আজ বৃহস্পতিবার সম্মানজনক এই পুরস্কারের জন্য তাঁর নাম ঘোষণা করেছে।

ফসের নাটক ও গদ্যের প্রশংসা করে সুইডিশ অ্যাকাডেমি বলেছে, যেসব কথা অনুচ্চারিত থেকে যায় সেগুলো লেখার মধ্যে দিয়ে তুলে এনেছেন তিনি। তাঁর লেখা বিশ্বজুড়ে নানা ভাষায় অনূদিত হয়েছে।

জন ফসের পুরো নাম জন ওলাভ ফসে। ১৯৫৯ সালের ২৯ সেপ্টেম্বর নরওয়েতে তার জন্ম। তিনি নরওয়েজিয়ান নিনরস্ক ভাষাভাষীর। পুরস্কারের ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (১০ লাখ ডলার) পাবেন নরওয়েজিয়ান এই লেখক। গত বছর ফরাসি লেখক আনি এরনো এই পুরস্কার পেয়েছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Literature, #Jon Fosse, #Nobel Prize

আরো দেখুন