খেলা বিভাগে ফিরে যান

Asian Games 2023: ত্রয়োদশতম দিনে কোন কোন ইভেন্টে নামছে ভারত?

October 6, 2023 | 2 min read

ত্রয়োদশতম দিনে কোন কোন ইভেন্টে নামছে ভারত?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হ্যাংঝাউয়ে আজ শুক্রবারও ভারতীয় ক্রীড়াবিদদের একাধিক পদক জয়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সকলের নজর থাকবে পুরষদের হকি ফাইনালের দিকে। এছাড়াও ভারতীয় ক্রিকেট দল সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশের ক্রিকেট দলের। এছাড়াও গেমসের ত্রয়োদশতম দিনেও একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে নামতে চলেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। তিরন্দাজী, কুস্তি, অশ্বারোহণ, কবাডি’র মতো একাধিক বিভাগে প্রতিদ্বন্দিতা করবেন তাঁরা।

দেখে নিন এশিয়ান গেমসে ভারতের ত্রয়োদশতম দিনের পূর্ণাঙ্গ সূচি-

৬:৩০ : কিক ভলি – ভারত বনাম মায়ানমার (পুরুষদের রেগু প্রিলিমিনারি গ্রুপ বি)
৬:৩০ : অশ্বারোহণ – ইয়াশ নেন্সি (জাম্পিং ইন্ডিভিজুয়াল কম্পিটিশন ১)
৬:৩০ : ক্রিকেট – ভারত বনাম বাংলাদেশ (পুরুষ, সেমিফাইনাল)
৬:৩০ : স্পোর্ট ক্লাইম্বিং – ভরথ কামাথ, আমান ভার্মা (পুরুষদের বোল্ডার এবং লিড সেমিফাইনাল-বোল্ডার)
৬:৩০ : জু-জিতসু – রোহিনী কালাম বনাম আসমা আলহোসানি (UAE) (মহিলা ৫২কেজি এলিমিনেশন আর১৬)
৬:৩০ : জু-জিতসু – অনুপমা সোয়াইন বনাম জি মিয়াও (চিন) (মহিলা ৫২কেজি এলিমিনেশন আর১৬)
৬:৩০ : জু-জিতসু – অ্যাঙ্গিথা শ্যাজু বনাম গায়ুন জিউম (করিয়া) (মহিলা ৫৭ কেজি এলিমিনেশন আর৩২)
৬:৩০ : জু-জিতসু – নিকিতা চৌধুরী বনাম উদ্ভাল সোগখু (মোঙ্গলিয়া) (মহিলা ৫৭কেজি এলিমিনেশন আর১৬)
৬:৩৫ : তিরন্দাজী – ভারত বনাম জাপান (রিকার্ভ মহিলা দল, কোয়ার্টার ফানাল)
৭:০০ : কাবাডি – ভারত বনাম নেপাল (মহিলা দল, সেমিফাইনাল )
১০:৫০ : স্পোর্ট ক্লাইম্বিং – ভরথ কামাথ, আমান ভার্মা (পুরুষদের বোল্ডার এবং লিড সেমিফাইনাল-লিড)
১১:৫০ : তিরন্দাজী – ভারত বনাম মঙ্গোলিয়া (রিকার্ভ পুরুষদের দল কোয়ার্টার ফাইনাল)
১২:৩০ : কাবাডি – ভারত বনাম পাকিস্তান (পুরুষ দল, সেমিফাইনাল)
৪:০০ : হকি – ভারত বনাম জাপান (পুরুষদের ফাইনাল)
৪:০০ : কুস্তি – আমান বনাম সুংগওন কিম (কোরিয়া) (পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি ১/৮ ফাইনাল)
বিকাল ৪:০০ : কুস্তি – সোনম বনাম সুশীলা চাঁদ (এনইপি) (মহিলাদের ফ্রিস্টাইল ৬২ কেজি ১/৮ ফাইনাল)
বিকাল ৪:০০ : কুস্তি – বজরং বনাম রনিল তুবগ (পুরুষদের ফ্রিস্টাইল ৬৫ কেজি ১/৮ ফাইনাল)
বিকাল ৪:০০ : কুস্তি – কিরণ বনাম টিবিডি (মহিলা ফ্রিস্টল ৭৬ কেজি ১/৪ ফাইনাল)
বিকাল ৪:০০ : কুস্তি – রাধিকা বনাম টিবিডি (মহিলাদের ফ্রিস্টাইল ৬৮ কেজি ১/৪ ফাইনাল)

TwitterFacebookWhatsAppEmailShare

#Asian Games, #India at Asian Games, #Hangzhou

আরো দেখুন