নোবেল শান্তি পুরস্কার জিতলেন ইরানের কারাবন্দি মানবাধিকারকর্মী নার্গিস মহম্মদি

ঘোষিত হল নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম।

October 6, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
নোবেল শান্তি পুরস্কার জিতলেন ইরানের কারাবন্দি মানবাধিকারকর্মী নার্গিস মহম্মদি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঘোষিত হল নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম। চলতি বছর পুরস্কারটি পাচ্ছেন ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মহম্মদি। বহু বছর ধরে মানবাধিকারের জন্য লড়াই করে চলেছেন নার্গিস। এই পুরস্কার তাঁর অদম্য লড়াইকে স্বীকৃতি দিল। নোবেল শান্তি পুরস্কারের ১২২ বছরের ইতিহাসে উনিশতম মহিলা হিসেবে তিনি নোবেল শান্তি পুরস্কার জিতলেন। মহিলাদের অধিকার এবং মৃত্যুদণ্ডর মতো শাস্তি বিলোপের দাবি তাঁর আন্দোলন।

বিগত বেশ কয়েক বছর যাবৎ ইরানের মহিলাদের উপর নানা ধরেনর নীপিড়ন চলছে। তার বিরুদ্ধে বারেবারে সরব হয়েছেন নার্গিস। ৫১ বছরের নার্গিসের লড়াইকে কুর্নিশ জানাচ্ছে গোটা বিশ্ব।
২০০৩ সালে শান্তিতে নোবেলজয়ী আরেক ইরানি নারী শিরিন এবাদির নেতৃত্বাধীন ডিফেন্ডার্স অব হিউম্যান রাইটস সেন্টার নামক সংস্থার উপপ্রধান পদে আসীন তিনি। মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের দাবিতে লড়াইয়ের জন্য বহুবার তাঁকে কারারুদ্ধ করেছেন ইরানের শাসকরা। বারো বছর ধরে তিনি তেহেরানের এভিন জেলে বন্দি রয়েছেন। এখনও তিনি কারাগারে বন্দি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen