সংক্রমণের রেকর্ড ! দেশে মোট সংক্রমণের সংখ্যা ২০ লক্ষ ছাড়াল
দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। শুরু হয়ে গিয়েছে আনলক ৩, একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফেরা শুরু করেছে দেশ। কিন্তু তার মধ্যেই প্রতি দিন আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ছে ভারত। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ছড়াল। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও।
স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬২,৫৩৮ জন। এটি এখনও পর্যন্ত একদিনে রেকর্ড বৃদ্ধি। রোজই এই ভাইরাস নিজের রেকর্ড নিজে ভাঙছে। এই বৃদ্ধির জেরে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ২৭ হাজার ০৭৪ জন। বিশ্ব সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ভারত। আপাতত দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ০৭ হাজার ৩৮৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৮৮৬ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪১,৫৮৫। মৃতের সংখ্যার নিরিখে বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে ভারত। এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ১৩ লক্ষ ৭৮ হাজার ১০৫ জন। এশিয়ার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যার বিচারে শীর্ষস্থানে রয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৫ লক্ষ ৭৪ হাজারের বেশি। ফলে দেশে এখনও পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ২ কোটি ২৭ লক্ষ ২৪ হাজার ১৩৪।