সোনা কবাডি, তীরন্দাজিতে, এশিয়ান গেমসে ১০০ পদক ছুঁল ভারত
এদিকে আজ সকালে ওজাস দেওতালে তিরন্দাজিতে ছেলেদের ব্যক্তিগত বিভাগে সোনা জিতলেন।
October 7, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার সকালে মহিলা কবাডি দল আরোও একটি সোনা এনে দিল ভারতকে। এ বারের এশিয়ান গেমসে ভাৰতেৰ পদক সংখ্যা ১০০ ছুঁল। আজ আরও পদক আস্তে চলেছে ভারতের ঝুলিতে।
কবাডিতে ভারতের মেয়েরা এদিন ফাইনালে চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে জিতল ২৬-২৫ পয়েন্টে।
এদিকে আজ সকালে ওজাস দেওতালে তিরন্দাজিতে ছেলেদের ব্যক্তিগত বিভাগে সোনা জিতলেন। একই ইভেন্টে রুপো জিতেছেন অভিষেক বর্মা। পিছিয়ে নেই মেয়েরাও, কারণ জ্যোতি সুরেখা ভেন্নম মহিলাদের তীরন্দাজির কম্পাউন্ড বিভাগে সোনা জেতেন ফাইনালে দক্ষিণ কোরিয়ার চেয়োন সো-কে হারিয়ে। সেই একই ইভেন্টে ব্রোঞ্জ জেতেন অদিতি স্বামী।