রাজ্য বিভাগে ফিরে যান

পুজোর সময় বাংলাজুড়ে বৃষ্টি? কী জানাল আবহাওয়া দপ্তর

October 8, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আপাতত কেটেছে দুর্যোগের কালো মেঘ। নীল আকাশে ফের উঁকি দিয়েছে শরতের সাদা মেঘ। আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার থেকে গোটা রাজ্যেই আকাশ মূলত পরিষ্কার হয়ে যাবে।

হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে ভারী বৃষ্টির কোথাও কোনও সম্ভাবনা নেই। কিছু স্থানে বিক্ষিপ্ত ভাবে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। আগামী দু’দিন মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাব হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

মৌসম ভবন সূত্রে খবর, বৃষ্টি না হ‌ওয়ায় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পুজোয় বৃষ্টি হবে কি না তা এখনই বলা যাবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#durga Pujo, #Durga Puja 2023, #West Bengal

আরো দেখুন