বিবিধ বিভাগে ফিরে যান

সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড ‘বিনোদ’- কিন্তু কে এই বিনোদ?

August 7, 2020 | < 1 min read

আপনি যদি ভারতীয় ইউটিউবারদের ফলো করে থাকেন, তাহলে তাদের কমেন্ট সেকশনে ‘বিনোদ’ কমেন্টের ট্রেন্ড নিশ্চই লক্ষ্য করেছেন। কিন্তু কে এই বিনোদ?

আসল ঘটনাটি হল কিছুটা এরকম। ‘স্লে পয়েন্ট’ নামের এক ইউটিউবার অদ্ভুত সব কমেন্ট নিয়ে একটি রোস্টিং ভিডিও বানিয়েছেন। সেখানে দেখা যায় বিনোদ নামের একজন ব্যক্তি, নানা ভিডিওতে কমেন্ট বক্সে নিজের নামই টাইপ করে দিয়েছেন। আবার সেই কমেন্টেও এসেছে লাইক।

এর পর থেকেই ‘বিনোদ’ কমেন্ট ট্রেন্ডে মেতে ওঠেন নেটিজেনরা। শুধু কমেন্টে ট্রেন্ড করেই থেমে নেই তারা। ‘বিনোদ’-কে নিয়ে তৈরি হয়েছে বিভিন্ন মিম। যা ফেসবুক, টুইটারে এখন বেশ ভাইরাল। অনেকে তো এই বিনোদকে খুঁজেও বেড়াচ্ছেন।

রইল বিনোদ-কে নিয়ে তৈরি কিছু মজার মিমঃ

TwitterFacebookWhatsAppEmailShare

#Social Media Viral, #Binod, #funny memes and jokes

আরো দেখুন