উত্তরেও নড়বড়ে পদ্ম? দিল্লির নেতাদের পাঠিয়ে মেরামতের চেষ্টা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বারবার উত্তরবঙ্গ ভাগের জিগির তুলে হিতে বিপরীত হচ্ছে বিজেপির? ক্রমেই উত্তরবঙ্গে দুর্বল হচ্ছে গেরুয়া শিবির। উত্তরবঙ্গ নিয়ে বিজেপির প্রত্যাশার শেষ নেই! কিন্তু বিজেপির আশা-ভরসার উত্তরবঙ্গে এমন দশা হল কেন? পদ্ম শিবিরের অন্দরের খবর, ভোটব্যাঙ্ক, সংগঠন এবং স্থানীয় নেতৃত্বের দায়বদ্ধতা উত্তরবঙ্গে গেরুয়া শিবির প্রতিটিতেই বেহাল। অভ্যন্তরীণ রিপোর্ট, কলকাতা এবং দক্ষিণবঙ্গে ২৪টি লোকসভা আসনে বিজেপির তেমন কোনও আশা নেই। এমনকি উত্তরবঙ্গেও ফাটল চওড়া হচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে খবর গিয়েছে, উত্তরবঙ্গের মাটি অবিলম্বে মজবুত করতে হবে। নিদান এসেছে, মাটি কামড়ে পড়ে থাকতে হবে, ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে হবে, জে পি নাড্ডার নির্দেশিকা ইতিমধ্যে দিল্লি এবং বঙ্গ বিজেপির নেতাদের কাছে পৌঁছে গিয়েছে।
লোকসভা নির্বাচনের আর তেমন দেরি নেই। বাংলায় মাথাব্যথা উত্তরবঙ্গ। শীর্ষ নেতৃত্বের নির্দেশ, বঙ্গ সফরে গিয়ে উত্তরবঙ্গেই বেশি সময় দিতে হবে কেন্দ্রীয় নেতাদের। নাড্ডার বার্তা, জেলাগুলির সংগঠনের হালহকিকত সম্পর্কে খোঁজ নিন। এলাকার মানুষের সঙ্গে কথা বলুন। তাঁদের সমস্যা শুনুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, দলের নিচুতলার নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে সমস্যার বিষয়ে খোঁজ নিন। এই তোড়জোড় ইঙ্গিত দিচ্ছে উত্তরে খাদের কিনারায় বিজেপি। বিপর্যয়ের ছাপ স্পষ্ট।
অমিত শাহ বঙ্গ বিজেপিকে লোকসভা ভোটে ৪২টির মধ্যে ৩৫টি আসন জয়ের টার্গেট দিয়ে গিয়েছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গেই গেরুয়া শিবিরের ফল ভাল হয়েছিল। উত্তরবঙ্গে একটি বাদে, বাকি সব লোকসভা কেন্দ্রেই জয় পেয়েছিল বিজেপি। দক্ষিণবঙ্গ ও কলকাতা তৃণমূলের গড়, এবারেও তার অন্যথা হবে না। কিন্তু উত্তরবঙ্গেও যদি ধস নামে, তাহলে ৩৫-র টার্গেট দূরঅস্ত, দু’অঙ্ক পেরনোও মুশকিল হবে। উত্তরবঙ্গ নিয়ে মরিয়া হয়ে উঠেছে শীর্ষ নেতৃত্ব। বিজেপির একা কুম্ভ বলতে কি উত্তরবঙ্গই?