ঘোষিত হল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ, কবে কোথায় ভোট?
পাঁচ রাজ্যের ভোট গণনা হবে একই সঙ্গে, ৩ ডিসেম্বর।
October 9, 2023
|
2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীশগড়, তেলেঙ্গানা এবং মিজোরাম; এই পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন।
দেখে নিন এক নজরে
ছত্তীশগড়: ৭ ও ১৭ নভেম্বর

মিজোরাম: ৭ নভেম্বর

মধ্যপ্রদেশ: ১৭ নভেম্বর

রাজস্থান: ২৩ নভেম্বর

তেলেঙ্গানা: ৩০ নভেম্বর

ফলাফল: ৩ ডিসেম্বর
ছত্তীশগড়ে কেবল দু-দফায় ভোট গ্রহণ হবে। অন্য চার রাজ্যে এক দফা ভোট গ্রহণ প্রক্রিয়া সারা হবে। পাঁচ রাজ্যের ভোট গণনা হবে একই সঙ্গে, ৩ ডিসেম্বর।