খেলা বিভাগে ফিরে যান

CWC23 : আজ অস্ট্রেলিয়া মুখোমুখি হবে সাউথ আফ্রিকার, জেনে নিন কারা এগিয়ে

October 12, 2023 | < 1 min read

আজ অস্ট্রেলিয়া মুখোমুখি হবে সাউথ আফ্রিকার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিশ্বকাপে আজ লখনউতে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ‍ও সাউথ আফ্রিকা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ইতিমধ্যেই একটি ম্যাচ হেরেছে। ভারতে বিরুদ্ধে প্রথম ম্যাচেই পরাজিত হয়েছে তারা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ড রানে জয়ের মাধ্যমে বিশ্বকাপ অভিযান শুরু করেছে।


লখনউতে এদিন উভয় দলই তাদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে। এখান পিচে স্পিনাররা বাড়তি সহায়তা পাবেন বলে মনে করা হচ্ছে। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল বলছেন, তাঁরা প্রথম ম্যাচের হারকে ভুলে নতুন ভাবে সামনের প্রতিটি ম্যাচ জিততে প্রস্তুত। ফলে বোঝাই যাচ্ছে আজ অজিরা সহজে ছাড়বে না প্রোটিয়ারদের। তারা যেনতেন প্রকারে ম্যাচটি জিততে চাইবে।

অন্যদিকে ভারতের মাটিতে এবারের বিশ্বকাপে যেকোনো মূল্যে চোকার্সের তকমা ঘোচাতে চাইছে সাউথ আফ্রিকা। প্রতিবারই শক্তিশালী স্কোয়াড নিয়ে টুর্নামেন্ট শুরু করে প্রোটিয়ারা। শেষ পর্যন্ত চোখের জলে খালি হাতেই ফিরতে হয় তাদের। যে কারণে সাউথ আফ্রিকাকে ‘চোকার্স’ তকমা দেওয়া হয়েছে! প্রথম ম্যাচেই তারা প্রমান করে দিয়েছে তারা এবার চোকার্স তকমা ঘোচাতে কতটা মরিয়া। ফলে আজ তারা অজিদের বিরুদ্ধে বারতি মনোবল নিয়ে মাঠে নামবে দ্বিতীয় ম্যাচটিও জেতার জন্য।

টিম অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেট-রক্ষক), মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড


টিম দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক (উইকেট-রক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, তাবরাইজ শামসি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি।

TwitterFacebookWhatsAppEmailShare

#ICC Cricket World Cup, #South Africa, #Cwc 23, #Australia

আরো দেখুন