CWC23: পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ১৩৪ রানে হারাল দক্ষিণ আফ্রিকা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিশ্বকাপে আজ লখনউতে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। টসে জিতে অস্ট্রেলিয়া বল করার সিদ্ধান্ত নেয়।
শুরুটা ঝড়ের গতিতে করে দক্ষিণ আফ্রিকা। প্রথম উইকেটের জন্য ১০৮ রানের পার্টনারশিপ গড়েন কুইন্টন ডি কক ও অধিনায়ক বাভুমা। দক্ষিণ আফ্রিকার হয়ে ১০৯ রান করেন কুইন্টন ডি কক। ৫৬ রান করেন মারক্রাম, ৩৫ রান করেন অধিনায়ক বাভুমা। ৫০ ওভারে ৭ উইকেটে হারিয়ে ৩১১ রান করে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার হয়ে ২টি উইকেট নেন স্টার্ক ও ম্যাক্সওয়েল। একটি করে উইকেট নেয় হ্যাজেলউড, কামিন্স ও জাম্পা।
৩১২ রান তাড়া করতে নেমে দ্রুত উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৭০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৭ম উইকেটের জন্য ৬৯ রানের পার্টনারশিপ গড়েন Labuschagne ও স্টার্ক। ২৭ রান করে আউট হন মিচেল স্টার্ক। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি উইকেট নেয় রাবাডা। ২টি করে উইকেট নেয় জ্যান্সেন, মহারাজ ও শামসি। একটিউইকেট নেয় Ngidi । ৪০.৪ ওভারে ১৭৭ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
১৩৪ রানে জয়ী দক্ষিণ আফ্রিকা।
টানা দুটি ম্যাচ হেরে বিশ্বকাপে চাপে অস্ট্রেলিয়া।