জানেন ‘ভারত ছাড়ো’ স্লোগান কার মস্তিষ্কপ্রসূত?
‘ভারত ছাড়ো’ স্লোগানটি কার মস্তিষ্কপ্রসূত জানেন? অনেকেই হয়তো বলবেন মহাত্মা গান্ধী ৷ তা কিন্তু ঠিক নয় ৷এই দুটি শব্দ প্রথম ব্যবহার করেছিলেন অন্য এক কগ্রেস নেতা যার নাম ইউসুফ মেহারালি৷
১৯৪২ সালের ৮ই আগস্ট গান্ধীজি মুম্বইয়ের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে সর্বভারতীয় কংগ্রেস কমিটির বৈঠকে ‘ভারত ছাড়ো’ আন্দোলনের সূচনা করেছিলেন৷ সেই আন্দোলনের সময়ই তিনি ডাক দেন ‘‘করেঙ্গে ইয়ে মরেঙ্গে’’৷ শুধু তাই নয় গান্ধীজির গ্রেফতারের পরেও কয়েক মাস ধরে গোটা ভারতরবর্ষজুড়ে ব্রিটিশ বিরোধী এই আন্দোলন ছড়িয়ে পড়তে দেখা গিয়েছিল৷
কিন্তু এই ‘ভারত ছাড়ো’ স্লোগানটি ইউসুফ মেহেরালি নামে এক কংগ্রেস নেতার উদ্ভাবন৷ ‘ভারত ছাড়ো’ আন্দোলন শুরুর বেশ কিছু দিন আগে বোম্বেতে গান্ধীজির ঘনিষ্ঠদের নিয়ে কংগ্রসের এক বৈঠকে এই শব্দ দুটি ব্যবহার করেছিলেন মেহেরালি। সেই সময় তিনি বোম্বের মেয়র ছিলেন৷
কে গোপালস্বামীর বই ‘ Gandhi and Bombay’ তে বর্ণনা করেছেন একেবারে পরাধীন ভারতের শেষ কয়েকটা বছর এই ‘ভারত ছাড়ো’ স্লোগানটি দেশজুড়ে আধিপত্য বিস্তার লাভ করেছিল৷ সেখানে বলা হয়েছে, শান্তিকুমার মোরারজির রেকর্ড অনুসারে গান্ধীজি তাঁর সহকর্মীদের বলেছিলেন, স্বাধীনতার জন্য শ্রেষ্ঠ স্লোগান তৈরি করার৷
প্রথমে একজন করেছিলেন ‘বেরিয়ে যাও’ (‘Get out’) ৷ কিন্তু সেটা গান্ধীজির পছন্দ হয়নি৷ রাজাগোপালাচারি বলেছিলেন ‘অপসরণ অথবা প্রত্যাহার’ (‘Retreat’ or ‘Withdraw)৷ কিন্তু সেটাও গান্ধীজির মনোমত হয়নি৷ অবশেষে ইউসুফ মেহেরালি প্রস্তাব করেছিলেন ‘ভারত ছাড়ো’ স্লোগান। সেটা গান্ধীজি অনুমোদন করেন৷
স্বাধীনতা সংগ্রামের জন্য এই ইউসুফ মেহারালি আটবার জেলে যান৷ গান্ধীজির সঙ্গে মেহেরালিও ১৯৪২ সালের ৯ই আগস্ট গ্রেফতার হয়েছিলেন৷ পরে ১৯৪৬ সালে তিনি জেল থেকে ছাড়া পান এবং স্বাধীন ভারতে এমএলএও হয়েছিলেন৷ তিনিই কংগ্রেস সোশালিস্ট পার্টির প্রতিষ্ঠাতা৷ ১৯৫০ সালে বোম্বেতে তাঁর মৃত্যু হয়৷