সুন্দরবনকে বাঁচাতে ম্যানগ্রোভ নার্সারি গড়েছেন বাদাবনের দুর্গারা

সুন্দরবনের মৈপীঠে তাঁরা গাছের চারা তৈরি করছেন। যা পরবর্তীতে সুন্দরবনের বিভিন্ন নদীর পাড়ে বসানো হবে।

October 16, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সুন্দরবনের দুর্গারা নদীতে নৌকা করে কাঁকড়া-মাছ ধরে দিনযাপন করেন। জবা, বর্ণালি, সুপর্ণা, সন্তোষী, বীণাদের জীবন কাটে ঝড়-ঝঞ্ঝা নিয়ে, বিপদকে মাথায় নিয়ে চলে দিনগুজরান। সুন্দরবনকে বাঁচাতে এই দুর্গারাই এবার ম্যানগ্রোভ নার্সারি তৈরিতে নেমেছেন। সুন্দরবনের মৈপীঠে তাঁরা গাছের চারা তৈরি করছেন। যা পরবর্তীতে সুন্দরবনের বিভিন্ন নদীর পাড়ে বসানো হবে।

নিম্নবিত্ত পরিবারের জবা, বর্ণালি, সন্তোষী, সুপর্ণাদের নুন আনতে পান্তা ফুরোয়। স্বামীর সঙ্গে তাঁরাও নদীতে নৌকা বা ডিঙা নিয়ে চলে যান মাছ ধরে। পদে পদে বাঘের ভয়, মাছ-কাঁকড়া ধরার অবসরে ম্যানগ্রোভের নার্সারি তৈরিতে হাত লাগিয়েছেন তাঁরা। চিতুরি বনদপ্তরের অফিসের সামনে, নদীর পাড়ে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে চলছেন তাঁরা। তারপর ঘরে ফিরে পরিবার, রান্নাবান্না সামলে ছেলে-মেয়েকে নিয়ে চলে বেঁচে থাকার লড়াই। এদের কেউ কেউ থাকেন মাটির বাড়িতে। আবার একদল থাকেন নদীর বাঁধের উপর খড়ের ছাউনির ঘরে। সংসারে অভাব।

জানা গিয়েছে, ১৫ কাঠা জমিতে ম্যানগ্রোভ নার্সারি তৈরি হচ্ছে। সুন্দরী, কাতরা, গরান, বকুল, গর্জন, কেওড়া গাছের নার্সারি তৈরি হবে। তিনমাস পর গাছের চারা বড় হয়ে গেলে নদীর পাড়ে তা বসানো হবে। দক্ষিণ ২৪ পরগনা বনদপ্তরের উদ্যোগে এই কাজ হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen