CWC23: আজ আফগানদের মতো দক্ষিণ আফ্রিকার সঙ্গে ‘অঘটন’ ঘটাতে পারবে ডাচরা?

আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকাই শক্তির বিচারে এগিয়ে রয়েছে।

October 17, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আজ মঙ্গলবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চলতি ক্রিকেট বিশ্বকাপের ১৫তম ম্যাচে দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডস মুখোমুখি হবে। এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে এবং দুটি ম্যাচেই নিজেদের দাপট দেখিয়ে জিতেছে। অন্যদিকে নেদারল্যান্ডস দুটি ম্যাচ খেলেও এখনও জিততে পারেনি।


দক্ষিণ আফ্রিকা তাদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিল। ওই ম্যাচে তারা ৩১১ রানে করে এবং ১৩৪ রানে অজিদের হারায়। নেদারল্যান্ডস তাদের শেষ ম্যাচটি খেলেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। কিউইদের করা ৩২২ রান তাড়া করতে গিয়ে ডাচরা গুটিয়ে যায় ২২৩ রানে।

আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকাই শক্তির বিচারে এগিয়ে রয়েছে। এখন দেখার আফাগানিস্তান যে ভাবে ইংল্যান্ডকে হারিয়ে সকলকে চমকে দিয়েছে, ডাচরা সেরকম কিছু করতে পারে কিনা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen