দুগ্গাপুজোয় সাম্বার সুর, কোন কোন পুজোর উদ্বোধন হল রোনাল্ডিনহোর হাতে?

বারুইপুর ও নরেন্দ্রপুরে সোমবার পুজো উদ্বোধন করেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা। ব্রাজিলের পতাকা নিয়ে রাস্তায় দাঁড়ানো খুদে সমর্থকদের দেখে আনন্দে ফেটে পড়েন রোনাল্ডিনহো।

October 17, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুজোর মরশুমে শহরে এসেছেন রোনাল্ডিনহো। বিশ্বকাপার রোনাল্ডিনহো পা দিতেই বারুইপুর হয়ে উঠল ব্রাজিল। আওয়াজ উঠল সাম্বা সাম্বা। বারুইপুর ও নরেন্দ্রপুরে সোমবার পুজো উদ্বোধন করেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা। ব্রাজিলের পতাকা নিয়ে রাস্তায় দাঁড়ানো খুদে সমর্থকদের দেখে আনন্দে ফেটে পড়েন রোনাল্ডিনহো।

দুই জায়গা মিলিয়ে ১২ মিনিট ছিলেন ব্রাজিলের তারকা। বারুইপুরের পদ্মপুকুর ইউথ ক্লাবের সভাপতি রোনাল্ডিনহোর হাতে, তাঁর ছবিসহ বারুইপুরের ফল তুলে দেন। দুর্গা প্রতিমাও দেওয়া হয়। মঞ্চ থেকে ফুটবলে কিক করে থিম মায়াজালের উদ্বোধন করেন রোনাল্ডিনহো। সেখান থেকে নরেন্দ্রপুরের গ্রিন পার্ক সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে যান তারকা ফুটবলার। দুর্গা প্রতিমার মূর্তি তুলে দেওয়া হয় তাঁকে। ফুটবলে শটও মারেন তিনি। গ্রিন পার্ক সর্বজনীনের থিম কাতারের লুজাইল স্টেডিয়াম। ফুটবলের এই কিংবদন্তিকে দেখার জন্য ভিড় উপচে পড়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন