কলকাতা বিভাগে ফিরে যান

অপেক্ষা করতে আর রাজি নন, তৃতীয়াতেই মন্ডপে মন্ডপে জনজোয়ার

October 18, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দুর্গাপুজো যে এখন আর ষষ্ঠী থেকে শুরু নয়, সেটা হারে হারে বুঝিয়ে দিচ্ছেন দর্শনার্থীরা। কলকাতার উত্তর থেকে দক্ষিণ- পুজোমুখী জনতার ঢল নেমে এসেছে রাস্তায়। কলকাতার একাধিক পুজোয় প্রতিপদ, দ্বিতীয়ার চিত্র মনে করিয়ে দিয়েছে অষ্টমীর রাতের কথা।

মঙ্গলবার অর্থাৎ তৃতীয়ায় বিকেল সাড়ে ৪টের হাতিবাগান। লম্বা লাইন ফুটপাত ছাড়িয়ে রাস্তায় নেমে এসেছে। কৌতূহলী এক পথচারী লাইনে দাঁড়ানো এক তরুণের কাছে জানতে চাইলেন, ‘এখানে কোন মণ্ডপ দাদা?’ মুহূর্তে ‘ভুল’ ভাঙল তাঁর। জানতে পারলেন, কোনও মণ্ডপ নয়, নামকরা রেস্তরাঁর বিরিয়ানি উদরস্থ করতেই এই দীর্ঘ প্রতীক্ষা! এটি স্রেফ একটি উদাহরণ। তৃতীয়ার বিকেলে সারা শহরেই কমবেশি এমন ছবি দেখা গেল। মণ্ডপে মণ্ডপে মানুষের ঢলকে টেক্কা দিল পেটপুজোর লাইন।
পুজোর অনেক মণ্ডপ হয়তো উদ্বোধন হয়নি, তার আগেই ভিড় জমাতে শুরু করে দিয়েছেন দর্শনার্থীরা। অনেকেই, মণ্ডপ উদ্বোধন হলেও সাধারণ দর্শনার্থীদের জন্য চালু না করার কারণে উষ্মা প্রকাশ করেছেন। তবে বাইরে থেকে উঁকিঝুঁকি মেরে যেটুকু দেখা যায়, সেটার আশাতেও ধর্মতলা, গড়িয়াহাট, হাতিবাগান শিয়ালদা চত্বরে জনস্রোত নামতে শুরু করে সন্ধ্যার পর থেকে।

উত্তর কলকাতায় টালা প্রত্যয়, টালা বারোয়ারি থেকে শুরু করে সিকদার বাগান, কলেজ স্কোয়ার বা লেবুতলা পার্ক—তৃতীয়ার বিকেল গড়াতে সর্বত্র কালো মাথার ছড়াছড়ি। লেক টাউনের শ্রীভূমি তো মহালয়া থেকেই দর্শনার্থীদের আগ্রহের শীর্ষে। তৃতীয়ায় সব মিলিয়ে কলকাতার দক্ষিণের তুলনায় উত্তরে মানুষের উন্মাদনা কিছুটা বেশি চোখে পড়েছে।

তবে দক্ষিণের ত্রিধারা, একডালিয়া, সিংহি পার্ক, বাদামতলা আষাঢ় সংঘ, চেতলা অগ্রণীর মণ্ডপে ভিড় ছিল যথেষ্ট। পুজো উদ্যোক্তারা বলছেন, উত্তরের বহু পুজো আগেভাগে উদ্বোধন হয়ে যাওয়ায় হাতিবাগান, নিউ মার্কেটে কেনাকাটার পাশাপাশি মণ্ডপ দর্শনের সুযোগও পাচ্ছে মানুষ। এক-দু’দিনের মধ্যে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব কলকাতার পুজোগুলি ভিড় টানতে শুরু করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #durga puja, #Durga Puja 2023

আরো দেখুন