দিতে হবে প্রমাণ, BJP সাংসদ নিশীকান্ত দুবেকে তলব সংসদের এথিক্স কমিটির
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ২৬শে অক্টোবর সশরীরে হাজিরা দিতে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে তলব করল সংসদের এথিক্স কমিটি। মহুয়া মৈত্রের বিরুদ্ধে আনা অভিযোগের সাক্ষ্য প্রমাণ দিতেই নিশিকান্ত দুবেকে ডাকা হয়েছে। পাশাপাশি খবর মিলেছে, অভিযোগকারী আইনজীবী জয় অনন্ত দেহাদরিকেও ডাকা হয়েছে।
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের দাবি, অর্থ ও উপহারের বিনিময়ে লোকসভায় আদানিদের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন মহুয়া। এই মর্মে নিশিকান্ত লোকসভার অধ্যক্ষের কাছেও চিঠি লেখেন। সাংসদ পদ খারিজের পাশাপাশি লোকসভা থেকে আপাতত মহুয়াকে বরখাস্ত করার দাবিও তোলেন নিশিকান্ত। বিজেপি সাংসদের চিঠি এথিক্স কমিটির কাছে পাঠিয়েছিলেন লোকসভার অধ্যক্ষ। ওই চিঠির ভিত্তিতেই সাক্ষ্যপ্রমাণ দেখানোর জন্যে সংসদের এথিক্স কমিটি গেরুয়া সাংসদকে তলব করল।
মহুয়ার বিরুদ্ধে তদন্ত চেয়ে সিবিআইকে চিঠি দেন আইনজীবী জয় অনন্ত দেহাদরিও। তাকেও তথ্যপ্রমাণসহ তলব করেছে সংসদের এথিক্স কমিটি।অন্যদিকে, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও আইনজীবী জয় অনন্ত দেহাদরির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন কৃষ্ণনগরের সাংসদ।