শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত

বর্তমানে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন সঞ্জয় দত্ত।

August 9, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। যদিও তাঁর লালার নমুনা পরীক্ষা রিপোর্ট নেগেটিভ এসেছে। বর্তমানে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন সঞ্জয় দত্ত।

তবে অনুরাগীদের আশ্বস্ত করতে তিনি শনিবার রাত ১০টা ৪৯ নাগাদ টুইট করেন। টুইটে তিনি বলেন, ‘আমি ভালো আছি। ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছি। আমার কোভিড ১৯-এর রিপোর্ট নেগেটিভ এসেছে। আশা করছি, এক-দু’দিনের মধ্যেই বাড়ি ফিরতে পারব। সকলকে ধন্যবাদ।’

উল্লেখ্য, সম্প্রতি বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের করোনা সংক্রমণ ধরা পড়েছিল। তবে তাঁরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সঞ্জয় দত্ত শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তিনি করোনা আক্রান্ত কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু অভিনেতা নিজেই জানিয়েছেন, তিনি করোনা আক্রান্ত হননি। তাঁর নমুনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen