দেশ বিভাগে ফিরে যান

অসমে দুর্গাপুজোয় অনুদান! ‘বাংলা মডেল’কে অনুকরণ হিমন্ত বিশ্বশর্মার?

October 19, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লাডলি বহেন থেকে দিদি ক্যান্টিন, বারবার বাংলার প্রকল্পগুলোকে অনুকরণ করছে ডবল ইঞ্জিন রাজ্যগুলো। এবার দুর্গাপুজোতেও বাংলাকে অনুকরণ করল অসমের ডবল ইঞ্জিন সরকার। উত্তর-পূর্ব ভারতে বিজেপির পোস্টার বয় হিমন্ত বিশ্বশর্মার সরকারই ঘোষণা করল, সে’রাজ্যের প্রতিটি দুর্গা পুজো কমিটিকে ১০ হাজার টাকা সরকারি অনুদান দেবেন তারা। এ তো বাংলাকেই অনুকরণ!

বাংলার পুজো উদ্যোক্তাদের ফি বছর আর্থিক অনুদান দেয় রাজ্য। প্রতিবারই বিরোধীরা নেমে পড়েন আসরে। নেট মাধ্যমেও সখের বিপ্লবীরা ঝড় তোলেন। এবারেও ব্যতিক্রম হয়নি। বিজেপির আদি, নব্য, তৎকাল, কচি, কুচো, বড়, মাঝারি প্রায় সব ধরনের নেতাই নেমে পড়েন বিরোধিতায়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও কটাক্ষ বাণে বিঁধেছিলেন বাংলাকে। ধর্মীয় অনুষ্ঠানে আর্থিক অনুদান দেওয়াটা কোনও সরকারের কাজ হতে পারে না, এমনটাই বলেছিলেন একদা কংগ্রেস ছেড়ে পদ্মে যাওয়া হিমন্ত। এবার সেই তিনিই অনুদান দিচ্ছেন!

মঙ্গলবার দিসপুরে মন্ত্রিসভার বৈঠকে হিমন্ত বিশ্বশর্মার উপস্থিতিতে ঠিক হয়, অসম সরকার পুজো উদ্যোক্তাদের আর্থিক অনুদান দেবে। সে’রাজ্যের পর্যটনমন্ত্রী জয়ন্ত মালাবড়ুয়া জানান, মোট ৬৯৫৩টি পুজো কমিটিকে অনুদান দেওয়া হবে। টানা তিনবছর পুজো করছে, এমন কমিটিরাই অনুদান পাবে বলেও জানান মন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#assam, #donates, #durga puja, #Himanta Biswa Sarma, #Durga Puja 2023, #Bangla model

আরো দেখুন