বিরাট সেঞ্চুরি, টাইগারদের হেলায় হারিয়ে এশিয়া কাপের বদলা নিলেন রোহিতরা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিরাট কোহলির দুর্ধর্ষ সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের টাইগারদের বিরুদ্ধে বিশ্বকাপে স্মরণীয় জয় পেল ভারত। ছক্কা হাঁকিয়ে ভারতকে ম্যাচ জেতান কোহলি। ৯৭ বলে ১০৩ রান করে তিনি অপরাজিত থাকেন। ৬টি চার ও ৪টি চার দিয়ে সাজানো বিরাটের ইনিংস। পুণের মাঠে ৫৫ বলে ৫৩ রানের অসাধারণ ইনিংস খেলেন ভারতীয় ওপেনার শুভমন গিল। ৪৮ ও ৩৪ রান করেন যথাক্রমে রোহিত শর্মা ও কেএল রাহুল।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ৫০ ওভারে করেছিল ২৫৬ রান।
এদিন বাংলাদেশ টস জিতে প্রথমে ব্যাটিং নেয়। ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে দলে নেই শাকিব আল হাসান। চোট পেয়ে অনিশ্চিত ছিলেন তিনি। শেষ পর্যন্ত খেলতে পারেননি শাকিব। তার বদলে দলে ঢুকেছেন নাসুম আহমেদ। আর শাকিবের বদলে ভারতের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে কোনও পরিবর্তন হয়নি ভারতীয় দলে। একই টিম ধরে রেখেছে ভারত।
শুরুটা ভালই করে বাংলাদেশের দুই ওপেনার তানজিদ এবং লিটন। পাওয়ার প্লে-তে বাংলাদেশ কোনও উইকেট না হারিয়ে ৬৩ রান করে ফেলল। ৪১ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন তানজিদ। ৯৩ রানের পার্টনারশিপ করার পর অবশেষে কুলদীপ যাদব ভাঙলেন বাংলাদেশের ওপেনিং জুটি। এলবিডব্লিউ হন তানজিদ। তিনটি ছক্কা এবং পাঁচটি চারের হাত ধরে তানজিদ ৪৩ বলে ৫১ রান করে সাজঘরে ফেরেন।
এরপর জাদেজার বলে এলবিডব্লিউ হন অধিনায়ক শান্ত। ১৭ বলে ৮ রান করে তাঁকে সাজঘরে ফিরতে হয়। সিরাজের ওভারে ১৩ বলে ৩ করে কট বিহাইন্ড হন মেহেদি হাসান মিরাজ। উইকেটের পিছনে দাঁড়িয়ে একেবারে বাজপাখির মতো উড়ে গিয়ে বাঁ-হাতে অসাধারণ একটি ক্যাচ ধরেন রাহুল।
সাতটি চারের হাত ধরে ৮২ বলে ৬৬ করে আউট হন লিটন দাস। ওপেন করতে নেমে তিনি সেট হয়ে গিয়েছিলেন। আর ২৮তম ওভারে বল করতে এসে লিটনকে ফেরান জাদেজা।
শেষপর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান করেছিল বাংলাদেশ। বুমরাহ, জাদেজা, সিরাজ দুটি করে উইকেট নিয়েছেন, ঠাকুর এবং যাদব পেয়েছেন একটি করে উইকেট এখনও পর্যন্ত ২০২৩ বিশ্বকাপে একটি ম্যাচও হারেনি টিম ইন্ডিয়া। চারটি ম্যাচ খেলে, চারটিতেই জয় পেয়েছে তারা। ৪১.৩ ওভারে ভারত করে ফেলে ২৬১ রান। ৯৭ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন কোহলি। রাহুলের সংগ্রহ ৩৪ বলে ৩৪ রান। ৪২তম ওভারের তৃতীয় বলেই কোহলি ছক্কা হাঁকান বিরাট। ৫১ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় ভারত।
দেখুন আপডেট
- ৫১ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় ভারত। ৪১.৩ ওভারে ভারত করে ফেলে ২৬১ রান। ৯৭ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন কোহলি। রাহুলের সংগ্রহ ৩৪ বলে ৩৪ রান।
- সেঞ্চুরি!! ছক্কা হাকিয়ে ভারতকে জেতালেন, নিজের শতরানও পূরণ করলেন কোহলি
- ৪০ তম ওভার শেষে ভারতের স্কোর ২৪৯/৩। ৮৯ বলে ৯২ রান কোহলির। রাহুল করেছেন ৩৪ বলে ৩৪ রান।
৩৫ ওভার শেষে ভারতের স্কোর ২০৬/৩
- আউটটটট! ৬ মারতে গিয়ে আউট হলেন শ্রেয়স(১৯)
- ২৯.১ ওভার শেষে ভারতের স্কোর ১৭৮/৩। ক্রিজে আছেন কেএল রাহুল এবং বিরাট কোহলি
- হাফসেঞ্চুরি বিরাটের, ৫৭ বলে ৫৭ রান করে ক্রিজে আছেন তিনি। ৪৮ বলে তিনি ওডিআই ক্যারিয়ারের ৬৯তম অর্ধশতরান করে ফেললেন।
- ২৩ ওভারে ভারতের স্কোর ১৫০/২
- ২২ ওভারে ভারতের স্কোর ১৪৬/২
আউট গিল, ১৯.৪ ওভারে ভারতের স্কোর ১৩৭/২
গিলের ৫০, ১৮.২ ওভারে ভারতের স্কোর ১২৬/১
১৭ ওভারে ভারতের স্কোর ১২২/১
আউট রোহিত, ১২.৫ ওভারে ভারতের স্কোর ৮৮/১
১২ ওভারে ভারতের স্কোর ৮০/০
১০ ওভারে ভারতের স্কোর ৬৩/০
৮ ওভারে ভারতের স্কোর ৪৮/০
৭ ওভারে ভারতের স্কোর ৪৩/০
৫.১ ওভারে ভারতের স্কোর ৩৭/০
৩ ওভারে ভারতের স্কোর ২৬/০
২.২ ওভারে ভারতের স্কোর ১৮/০
৫০ ওভারে বাংলাদেশ ২৫৬/৮
আউট মাহমুদুল্লাহ ৪৯.২ ওভারে বাংলাদেশ ২৪৮/৮
৪৯ ওভারে বাংলাদেশ ২৪৮/৭
৪৮.৩ ওভারে বাংলাদেশ ২৪৬/৭
৪৮ ওভারে বাংলাদেশ ২৩৮/৭
আউট নাসুম, ৪৬.৫ ওভারে বাংলাদেশ ২৩৩/৭
৪৫.৪ ওভারে বাংলাদেশ ২২৩-৬
৪৫.৩ ওভারে বাংলাদেশ ২১৭-৬
আউট মুশফিকুর, ৪২.৩ ওভার বাংলাদেশ ২০১/৬
৪১ ওভারে বাংলাদেশ ১৯৮/৫
আউট হৃদয়, ৩৭.২ ওভারে বাংলাদেশ ১৭৯/৫
৩৫ ওভারে বাংলাদেশ ১৬৫/৪
৩১.২ ওভারে বাংলাদেশ ১৫৬/৪
৩০ ওভারে বাংলাদেশ ১৪৩/৪
আউট লিটন, ২৭.৪ ওভারে বাংলাদেশ ১৩৭/৪
২৫ ওভারে বাংলাদেশ ১৩১/৩
আউট মিরাজ, ২৪.১ ওভারে বাংলাদেশ ১২৯/৩
৫০ করলেন লিটন দাস, ২১ ওভারে বাংলাদেশ ১১৩/২
আউট অধিনায়ক শান্ত, ২০ ওভারে বাংলাদেশ ১১০/২
১৮ ওভারে বাংলাদেশ ১০৩/১
৫১ রান করে আউট তানজিম, ১৪.৪ ওভারে বাংলাদেশ ৯৩/১
১৩.১ ওভারে বাংলাদেশ ৮৩/০
১০ ওভারে বাংলাদেশ ৬৩/০
৮ ওভারে বাংলাদেশ ৩৭/০
৩.২ ওভার বাংলাদেশের স্কোর ৬/০
টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ