← খেলা বিভাগে ফিরে যান
CWC23: জোড়া সেঞ্চুরি, জাম্পার ৪ উইকেট, ষষ্ঠীতে পাকিস্তান বধ অস্ট্রেলিয়ার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ বেঙ্গালুরুর চিনাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
পাকিস্তান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথম উইকেটের জন্য ২৫৯ রানের পার্টনারশিপ গড়েন ওয়ার্নার ও মিচেল মার্শ। ওয়ার্নার করেন ১৬৩ রান, মার্শ করেন ১২১ রান। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৭ রান করে অস্ট্রেলিয়া। পাকিস্তানের হয়ে ৫টি উইকেট নেন শাহিন আফ্রিদি। ৩টি উইকেট নেন হরিশ রৌফ। একটি উইকেট নেন উসমান মীর।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম উইকেটে তোলে ১৩৪ রান। ইমাম উল হক করেন ৭০ রান। ৬৪ রান করেন শফিক। রিজওয়ান করেন ৪৬ রান ও ৩০ রান করেন শাকিল। ৪৫.৩ ওভারে ৩০৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ৬২ রানে জয় পায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট নেন Zampa, ২টি করে উইকেট নেন কামিন্স ও স্টইনিস। একটি করে উইকেট নেন স্টার্ক ও হ্যাজেলউড।