পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

দশমীতে ঘরে বসে ঠাকুর দেখা

October 24, 2023 | < 1 min read

নিরঞ্জনের পথে প্রতিমা। নিজস্ব চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ বিজয়া দশমী। নিমেষেই যেন কেটে গেল দুর্গাপুজো। আবার দীর্ঘ একটা বছরের অপেক্ষা। বিদায়ের সন্ধিক্ষণে আপামর বাঙালির মুখ ভারাক্রান্ত। কারণ বাংলার সংস্কৃতিতে দেবী রুপে দুর্গা পূজিত হলেও, সকলের কাছে তিনি কিন্তু ঘরের মেয়ে উমা। ঘরের মেয়ে ঘরে ফিরলে যেমন আনন্দ হয়, তেমনি চলে যাওয়ার সময়েও কষ্ট হয়। তাই শিবের ঘরে দুর্গা ফেরার আগে অশ্রু সজল চোখে বাঙালিরা যেন একসুরে বলে ওঠে ‘আবার এসো মা’। 

পুজোর শেষ লগ্নে ঘরে বসে দেখে নিন আজকের কিছু মুহূর্ত

TwitterFacebookWhatsAppEmailShare

#Bijoya Dashami, #Vijaya Dashami, #Vijaya Dashami 2023, #durga puja

আরো দেখুন